নতুন করে ৪০টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল

0
58

নয়াদিল্লি: নতুন করে সমগ্র দেশ জুড়ে আরও ৪০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। স্থির হয়েছে যে চলতি মাসেই ওই টেনগুলির চাকা ঘুরতে শুরু করবে।

আরও পড়ুন- বজ্রাঘাতে মৃত যুবকদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

- Advertisement -

মঙ্গলবার ভারতের রেল দফতরের পক্ষ থেকে নতুন করে ২০ জোড়া ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। ওই ট্রেনগুলি কবে থেকে কোন উপায়ে চলাচল করবে তা বিস্তারিত জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুন- মডেল সোনিকার মৃত্যুর ঘটনায় বিক্রমের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

ওই ৪০টি ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন চলাচল করবে পশ্চিমবঙ্গ থেকে চলবে। অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর পর্যন্ত চলাচল করবে ওই ট্রেন দুটি। সপ্তাহের শুক্রবার এবং বুধবার করে ওই ট্রেনও দুটি চলাচল করবে। এই নতুন ৪০টি ট্রেন শ্রমিক স্পেশাল বা স্পেশাল ট্রেনের অতিরিক্ত সংযোজন বলে জানিয়েছে ভারতীয় রেল।

করোনা আবহে অনলাইনে করা যাবে ওই স্পেশাল ট্রেনের বুকিং। অনলাইনে irctc.co.in থেকেই করা যাবে টিকিট বুকিং। মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে irctc.co.in ওয়েবসাইটটি খুলতে হবে। অথবা মোবাইল থেকে অ্যাপও ডাউনলোড করা যাবে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য ওয়েবসাইটের ডানদিকে থাকবে রেজিস্ট্রেশনের অপশান। নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিয়ে ইউজার এম এবং পাসোয়ার্ড দিয়ে তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট।

আরও পড়ুন- রেস্তোরাঁয় খানা-পিনা বাড়াচ্ছে করোনা সংক্রমণ, জানাল গবেষণা

তারপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে করতে হবে লগ ইন। এবার বুকিং-এর অপশানে গিয়ে গন্তব্য নির্বাচন থেকে যাত্রার সমস্ত বিবরণ দিতে হবে। কোন ক্লাসে যাত্রা করতে চাইবেন সেটাও দিতে হবে তারপরেই আসবে ট্রেনের তালিকা। ট্রেন ব৪এছে নিয়েই বুক করা যাবে টিকিট। নির্দিষ্ট ট্রেনের সিট খালি থাকলেই করা যাবে বুকিং।