সীমান্ত বিবাদ নিয়ে বৈঠকে বসতে চলেছে ভারত-চিন

0
626

নয়াদিল্লি: ইন্দো-চিন বিবাদ নিয়ে এখন উত্তপ্ত হয়ে আছে সীমান্ত। আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে জল্পনা তুঙ্গে। সব জল্পনার মধ্যেই শনিবার ভারতীয় সেনা এবং চিনের পিপলস লিবারেশন আর্মির শীর্ষ জেনারেল বৈঠকে বসতে চলেছেন। সকাল ৯টার সময়ে এই দুই দেশই বৈঠকে বসতে চলেছে।

ভারত চিন সীমান্তের উত্তেজনার কারনে যে বিবাদের সৃষ্টি হয়েছে তারই সমাধান খুঁজতে বৈঠকে করা হবে। চিনের প্রতিনিধিত্ব করবেন মেজর জেনারেল লূ লীন এবং ভারতের প্রতিনিধিত্ব করবেন লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং।
লাদাখের চুশুলের সামনে অবস্থিত চীনের মোলডোতে এই সভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আগামীকাল অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কর্মকর্তাদের পদমর্যাদাগত কিছু পার্থক্য বর্তমান। কারণ চিনের কর্প-এর নেতৃত্বের কাজ একজন মেজর জেনারেল পদের কর্মকর্তা করে থাকেন। এ কারণে এটি একটি কর্পোরেশন কমান্ডার স্তরের বৈঠক।

লাদাখে ইন্দো-চিন দ্বন্দ্বের শুরুর প্রায় এক মাস পরে এই বৈঠক হতে চলেছে। লাদাখের প্যাঙ্গোগ সো লেকের কাছে এই বিবাদের সূত্রপাত। ভারত চিন এর এলএসি-র মধ্যেই এই লেক অবস্থিত। এর সঠিক অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে, যার ফলে উভয় দেশের সৈন্যের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে।