পাঞ্জাবে সিধুর জায়গায় অমরিন্দরকে সভাপতি করল কংগ্রেস 

0
21

নয়াদিল্লি : কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী শনিবার অমরিন্দর সিং ব্রার (রাজা ওয়ারিং) কে নভজ্যোত সিং সিধুর জায়গায় পার্টির নতুন পাঞ্জাব প্রধান এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য প্রতাপ সিং বাজওয়াকে নতুন পরিষদীয় দলের নেতা হিসাবে নিযুক্ত করেছেন।

আরও পড়ুন : “বিদেশীরা পাঞ্জাবে চাকরি খুঁজবে,” দাবি ভগবন্ত মানের 

- Advertisement -

পাঞ্জাবের সাম্প্রতিক নির্বাচনে দলের পরাজয়ের পর সিধুকে পদত্যাগ করতে বলা হয়েছিল। রাজা ওয়ারিং, যিনি গত কংগ্রেস সরকারের পরিবহণ মন্ত্রী ছিলেন, গিদারবাহা কেন্দ্র থেকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জিতেছিলেন, বাজওয়া কাদিয়ান বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। নিয়োগগুলি রাহুল গান্ধীর অনুমোদন বহন করে যিনি কয়েক বছর আগে রাজা ওয়ারিংকে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং প্রতাপ সিং বাজওয়াকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান হিসাবে মনোনীত করেন। রাজা ওয়ারিং পাঞ্জাবে কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করার কঠিন কাজটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। 

আরও পড়ুন : ঝালদা কাউন্সিলর খুনের মামলায় আরও তৎপর CBI, জেরার মুখে এসডিপিও

সনিয়া গান্ধী প্রাক্তন মন্ত্রী ভারত ভূষণ আশুকে পাঞ্জাব কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং এসসি নেতা রাজ কুমার চাব্বেওয়ালকে রাজ্য বিধানসভায় ডেপুটি পরিষদীয় নেতা হিসাবে নিযুক্ত করেছেন। “কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং ব্রার (রাজা ওয়ারিং) কে সভাপতি এবং ভারত ভূষণ আশুকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন,” পার্টি এক বিবৃতিতে বলেছে৷