“তাঁদের লক্ষ্য আমি নই”, নিশানায় কে রয়েছেন, গ্রেফতারির পর বিস্ফোরক দাবি মণীশ সিসোদিয়া

0
46

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার ইস্তফা দিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (manish sisodia)। পদত্যাগ করেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলিকে “মিথ্যা” বলে নিযের অবস্থানে অটল থাকা, AAP নেতা তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, দুর্ভাগ্যজনক যে ৮ বছর ধরে অবিচ্ছিন্নভাবে সততা এবং সত্যতার সাথে কাজ করা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে।

সিসোদিয়া এদিন বলেছেন, “দুর্ভাগ্যজনক যে আট বছর একটানা সততা ও সত্যের সাথে কাজ করেও আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। আমি এবং আমার ঈশ্বর জানি এই সব অভিযোগ মিথ্যা।” আপ নেতার কথায়, এই অভিযোগগুলি আসলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সত্যের রাজনীতিতে ভীত কাপুরুষ ও দুর্বল লোকদের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এখানেই শেষ নয় সিসোদিয়া আরও বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, “আমি তাঁদের লক্ষ্য নই, আপনি (কেজরিওয়াল) তাদের লক্ষ্য। কারণ আজ শুধু দিল্লিই নয়, গোটা দেশের মানুষ আপনাকে এমন একজন নেতা হিসেবে দেখছে যার দেশের প্রতি দৃষ্টি রয়েছে এবং তা বাস্তবায়ন করে মানুষের জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে।” চিঠিতে তিনি আরও লিখেছেন, “আজ অরবিন্দ কেজরিওয়াল সারা দেশের কোটি কোটি মানুষের চোখে আশার নাম হয়ে উঠেছেন যারা অর্থনৈতিক সঙ্কট, দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

- Advertisement -

আরও পড়ুন: নির্জন মাঠ থেকে উদ্ধার ৬ বছরের শিশুকন্যার কঙ্কাল, ধর্ষণ করে খুন অনুমান পুলিশের

উল্লেখ্য, মঙ্গলবার আম আদমি পার্টির (AAP) নেতা মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন।সত্যেন্দ্র জৈনকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তিনি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। শুধুতাই নয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পদত্যাগপত্র এখন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ভি কে সাক্সেনার কাছে পাঠানো হবে। প্রসঙ্গত গত ৪৮ ঘণ্টা আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মনীশ সিসোদিয়া (manish sisodia)। তাঁর আগে আরও এক আপ নেতা তথা কেজরি মন্ত্রীসভার মন্ত্রী সত্যেন্দ্র জইন প্রায় ৯ মাস ধরে জেলবন্দি রয়েছেন।