পাকিস্তানের তুলনায় ভারতে গ্যাসের দাম অনেক কম, দাবি দিলীপ ঘোষের

0
23
Dilip Ghosh

পলাশ নস্কর, কলকাতা:  ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (gas cylinder price)৷ একলাফে ৫০ টাকা। স্বভাবতই, কেন্দ্রের মোদী সরকারের নিন্দায় সরব সাধারণ মানুষ৷ যদিও পাকিস্তানের তুলনায় এটা কিছুই নয় বলে দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের৷

বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপ ঘোষের দাবি, ‘‘শুধু এরাজ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে তেমনটা নয়৷ সারা দেশেই বেড়েছে গ্যাসের দাম। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই৷ নির্বাচন দেখে দাম ওঠাপড়া করে না। আন্তর্জাতিক বাজার অনুযায়ী তেলের দাম বাড়ে কমে। অন্য দেশেও দাম বেড়েছে৷’’ এরপরই টেনে এনেছেন পাকিস্তানের প্রসঙ্গ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের প্রতি কটাক্ষের সুরে দিলীপ বলেন, ‘‘জিজ্ঞেস করুন ওনাদের বন্ধু দেশ পাকিস্তানে। সে দিক দিয়ে আমাদের সরকার তো অনেক কম রেখেছে!’’

- Advertisement -

শুধু এখানেই থেমে থাকা নয়৷ দিলীপের দাবি, ‘‘আমাদের দেশে গ্যাসের দাম মানুষের আয়ত্তের মধ্যে রেখেছেন মোদীজি। সারা দেশে মানুষের হাতে টাকা আছে, অর্থনীতি গতিশীল। এরাজ্যের মানুষের হাতে টাকা নেই৷ কারণ, ওনারা (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিখারি করে রেখেছেন।’’ দিলীপের এমন মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসে৷ আম আদমিরা বলছেন, ‘এমন চলতে থাকলে তো না খেতে পেয়ে মরতে হবে৷’’ দিলীপ অবশ্য বলছেন, বাংলাকে দিয়ে দেশকে গুলিয়ে ফেললে চলবে না৷ দুর্নীতির কারণে বাংলা পিছিয়ে পড়েছে তাই সমস্যা হচ্ছে৷ তা না হলে সারা দেশই এগিয়ে চলছে৷ সারা দেশে মানুষের হাতে টাকা আছে, অর্থনীতি গতিশীল।

আরও পড়ুন: কোনও অস্তিত্ব নেই, রাজ্যপাল আসলে কেন্দ্রের এজেন্ট: মহম্মদ সেলিম