কাশ্মীরে গ্রেনেড হামলায় পরিযায়ী শ্রমিক খুনের সঙ্গে জড়িত হাইব্রিড জঙ্গিকে খতম করল সেনা

0
28
Grenade Attack

শ্রীনগর: গতকাল অর্থাৎ মঙ্গলবার জঙ্গিদের গ্রেনেড হামলায় শোপিয়ান জেলায় উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। দু’দিন আগেই কাশ্মীরী পণ্ডিত খুনের পর এই সন্ত্রাসবাদী হামালা নিয়ে উপত্যকা জুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। তবে বসে নেই জম্মু-কাশ্মীর পুলিশ এবং সুরক্ষাবাহিনী। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে মিলেছে সাফল্য। জম্মু ও কাশ্মীর (J&K) পুলিশ বুধবার জানিয়েছে মঙ্গবাররে গ্রেনেড হামলায় জড়িত একজন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে।

মঙ্গলবার শোপিয়ানে গ্রেনেড হামলায় উত্তর প্রদেশের কনৌজ থেকে আসা দুই মণীশ কুমার এবং রাম সাগর নামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এই হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ এবং সুরক্ষা বাহিনী ঘাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বুধবারেই পাওয়া গিয়েছে সাফল্য। জম্মু-কাশ্মীর পুলিশ জাইয়েছে “গ্রেপ্তার হওয়া হাইব্রিড সন্ত্রাসীর তথ্য প্রকাশের উপর ভিত্তি করে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে, নওগাম শোপিয়ানে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আরেকটি যোগাযোগ স্থাপন করা হয়েছে। যেখানে হাইব্রিড সন্ত্রাসী ইমরান বশির গানাই অন্য সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে।”

- Advertisement -

উল্লেখ্য, মঙ্গলবারেই জম্মু-কাশ্মীর পুলিশ বলেছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কমান্ডারদের খোঁজ চলছে। গ্রেফতার হওয়া জঙ্গিরা জানিয়েছে ঘটনা সঙ্গে যুক্ত জঙ্গিরা হারমাইন গ্রামে কুমার ও সাগরের ভাড়া করা টিনের চালায় গ্রেনেড ছোড়ে। দুজন আহত হলেও পড়ে হাসপাতালে মারা যান।  শনিবার শোপিয়ানেই নিজের বাসভবনে কাশ্মীরি পণ্ডিত পুরান কৃষাণ ভাট জঙ্গিদের ছোঁড়া গুলিতে খুন হওয়ার তিন দিন পরেই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। কাশ্মীর ফ্রিডম ফাইটারস পণ্ডিত খুনের দায় স্বীকার করেছিল।