কাশ্মীরে ছিল ফের টার্গেট কিলিং-র উদ্দেশ্য, গ্রেফতার লস্কর জঙ্গি সহ এক সহযোগী

0
38

শ্রীনগর: সন্ত্রাসবাদ নিয়ে গত একমাস ধরেই ভারতের সুরক্ষাবাহিনীকে সতর্ক করছে গোয়েন্দারা। মুম্বি সহ একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার হুমকিও পাওয়া গিয়েছে। সেই আবহেই পুলিশ জম্মু-কাশ্মীরের সোপোরে এক হাইব্রিড লস্কর-ই-তৈবার (LeT) সন্ত্রাসবাদী ও একজন ওভার গ্রাউন্ড কর্মীকে গ্রেফতার করেছে। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রোখার পর এই ঘটনাকে সেনার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

দুই সন্দেহভাজন জঙ্গিকে নিয়ে গোপন তথ্য পাওয়ার পাওয়ার পর পুলিশ কম্পোনেন্ট রাফিয়াবাদ, ২২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৯২ সিআরপিএফ-এর যৌথ দল নওপোরা সিক্স ওয়ে জংশন, এমআরএফ চক, বহরমপোরা ব্রিজ, সোনাওয়ানি ব্রিজ এবং বহরমপোরা সিলু ব্রিজ-এ একাধিক মোবাইল ভেহিক্যাল চেক পোস্ট স্থাপন করে চেকিং শুরু করে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭.৩০ নাগাদ যানবাহন চেক করার সময়, বেহরামপোরা সিলু ব্রিজের নাকা পার্টি সিলোর দিকে একটি গাড়ির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। গাড়িটিকে থামতে বলা হলে যাত্রীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তারপরেই তাদের গ্রেফতার করে চাঞ্চল্যকর তথ্য পায় সেনা। সেই সঙ্গেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র।

- Advertisement -

আরও পড়ুন- কংগ্রেস সভাপতি হওয়ার প্রস্তাব পেলেন অশোক গেহলট

গ্রেফতার হওয়া জঙ্গিদের জেরা করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রকাশ করেছে যে তাদের সিলোকে একটি অস্ত্র এবং একটি হ্যান্ড গ্রেনেড সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা টার্গেট কিলিং-র জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের সোপোরের ডাঙ্গিওয়াছার পাজলপুরার মুজাফফর আহ দার এবং সোপোরের টারজুতে আম্বরপোরার সোফি ইসহাক আহমেদ নামে চিহ্নিত করা হয়েছে। তল্লাশিকালে পুলিশ মোজাফফর আহমেদ দারের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগাজিন এবং একটি হাতবোমা এবং সফি ইসহাক আহমদের কাছ থেকে একটি চাইনিজ হাতবোমা উদ্ধার করে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে রাফিয়াবাদের ডাঙ্গিওয়াচা থানায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৩, ১৮, ২৩, এবং ৩৮ ধারা সহ সন্ত্রাসবাদবিরোধী আইনের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আরও তদন্ত শুরু করেছে।