হিন্দুদের তো বাড়িতে বৌ আর বাইরে রক্ষিতা: AIMIM সভাপতি

0
62
AIMIM

লখনউ: হিন্দু এবং মুসলিমদের বিবাহ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের অল ইন্ডিয়া মুসলিম-ই-ইত্তেহাদুলের (AIMIM) সভাপতি শৌকত আলি। একটি জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “হ্যাঁ আমাদের তিনজন স্ত্রী থাকেন। কিন্তু আমরা প্রত্যেককেই সমান সম্মান এবং মর্যাদা দিই। কিন্তু হিন্দুদের তো বাড়িতে একটি স্ত্রী আর বাইরে তিনজন রক্ষিতা রাখেন। না স্ত্রীকে সম্মান দেন, না রক্ষিতাদের!”

AIMIM সভাপতির এই মন্তব্যের পর হিন্দু-মুসলিম বিতর্কের আগুনে পড়েছে ঘি। তিনি আরও বলেন, “আমাদের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও প্রত্যেককে আমরা সম্মান দিই এবং আমাদের সন্তান্দের নাম রেশন কার্ডেও উল্লেখ করা থাকে”। পাশাপাশি, সুপ্রিম কোর্টের হিজাব ব্যান প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন AIMIM সভাপতি। তিনি বলেন, “দেশে কে হিজাব পরবেন না কে পরবেন না, তার নির্ণয় হিন্দুত্ব নয়, ভারতীয় সংবিধান করবে। কিন্তু বিজেপি এই ধরণের বিষয়গুলি তুলে দেশ ভাঙার চক্রান্ত করছে”।

- Advertisement -

আরও পড়ুন- প্রধানশিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশ শিক্ষা দফতরের

সেইসঙ্গে মুসলিমদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মাদ্রাসা, গণধোলাই, হিজাব বিতর্কের মত ঘটনায় মুসলিমদের টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ঐতিহাসিক একটি মাদ্রাসায় দুষ্কৃতিদের হামলা এবং মাদ্রাসার ভেতর পুজো করা, মসজিদে ঢুকে নামাজিদের হুমকি দেওয়া, গুজরাতে মুসলিম যুবকদের মারধোরের ঘটনার তীব্র বিরোধিতা করে এসেছেন (AIMIM) প্রমুখ আসাদউদ্দিন ওয়াইসি। এই সমস্ত ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে তোপ দেগেছেন তিনি। পাশাপাশি, বিজেপি জমানায় দেশের মুসলিমরা সংকটজনক অবস্থায় রয়েছেন বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে।