মোদী রাজ্যে ‘পদ্ম’ই পছন্দ করছেন কংগ্রেস বিধায়করা

0
90

আহমেদাবাদ: মধ্যপ্রদেশের পর রাজস্থানের কংগ্রেস দুর্গতে নজর রয়েছে মোদী সরকারের। এবার নিজের ভিতকেও শক্ত করে নিচ্ছেন মোদী-শাহ। পদ্ম শিবিরের বলিষ্ঠ দুর্গ গুজরাত। কংগ্রেস সেখানে এক চিলতেও জায়গা যাতে না পায় তাঁর দিকেই লক্ষ্য রেখে এগোচ্ছে বিজেপি। লক্ষ্য এখন একটাই গুজরাতের তিনটি আসন।

গুজরাত বিধানসভা থেকে পেশ করা হয়েছে তিনজন প্রার্থীর মনোনয়ন। কিন্তু গুজরাত বিধানসভা থেকে দুইজন প্রার্থীকে জেতানোর ক্ষমতা রাখে বিজেপি। আর এক প্রার্থীকে জেতাতে হলে প্রয়োজন পড়বে বিরোধী পক্ষের ভোট।

- Advertisement -

এদিকে চার কংগ্রেস বিধায়কের ইস্তফায় বদলে যাচ্ছে সমীকরণ। গুজরাত বিজেপির সভাপতি জিতু ভাগানির দাবি, কংগ্রেসের অনেক বিধায়কই ভোট দেবেন বিজেপি প্রার্থীকে। তাঁর কথায় তিন প্রার্থীই জয়লাভ করবেন।

গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল জানিয়েছেন, আরও এমন অনেক বিধায়ক আছেন যারা ইস্তফা দেবেন এবং তাঁদেরকে দল স্বাগতও জানাবেন। আরও বলেন গুজরাত কংগ্রেসে কয়েকজন নেতাই আছেন যাঁদের মতামত চলে। এছাড়া তিনি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কথাও তুলে ধরেন। তাঁর কথায় দিল্লিতে থাকা নেতাদের কথা মেনে গুজরাতে কংগ্রেস কাজ করে না।