‘ভাষণ’ বিতর্কে মহুয়া মিত্র’র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র

0
723

নয়াদিল্লি: সংসদের বক্তব্যে বিতর্কের ঝড় তুলেছেন তৃণমূল সাংসদ। এবার মহুয়া মিত্র’র বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক বক্তব্য রাখতে উঠে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে লোকসভায় বিতর্কিত মন্তব্য করায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

- Advertisement -

সরকারের তরফে জানানো হয়েছে, মহুয়ার বক্তব্য সংসদের বিধি বিরোধী। বিজেপি দাবি করেছে, আগে থেকে নোটিস না দিয়ে এভাবে সংসদে প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করা যায় না। বিজেপির তরফে সাংসদরা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক বলে দাবি করেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সংসদীয় বিধির ১২১ নম্বর ধারা অনুসারে যে কোনও সদস্যকে বিতর্কে অংশগ্রহণের সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সম্মানরক্ষার বিষয়টি মাথায় রাখতে হয়। এক্ষেত্রে সেই বিধি ভঙ্গ করেছেন মহুয়া।

তৃণমূল সাংসদ তাঁর বক্তব্য জানিয়েছেন, “ভারতের দুর্ভাগ্য শুধু দেশের সরকার নয়, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যমের মতন গণতন্ত্রের অন্যান্য স্তম্ভগুলিও ব্যর্থ। বিচারব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়েছে”।

তিনি আরও বলেন, প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থা ও সেই সংক্রান্ত মামলায় ‘বিচারপতি নিজেই নিজের বিচার প্রক্রিয়ায় অংশ হয়েছিলেন ও নিজেকে নির্দোষ প্রমাণিত করে অবসরের তিনমাসের মধ্যে জেড প্লাস নিরাপত্তা নিয়ে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছিলেন। সেদিনই বিচারব্যবস্থা তার পবিত্রতা হারিয়েছিল”।

এদিন লোকসভায় তাঁর ভাষণে মহুয়া মৈত্র কোনও বিচারপতির নাম না করলেও ইঙ্গিতে স্পষ্ট করে দেন, তাঁর মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে।