সস্তায় সোনা কেনার জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রের

0
1917

নয়াদিল্লি: ৬ জুলাই থেকেই চালু হল সার্বভৌম সোনার বন্ড। সরকারি গোল্ড বন্ড স্কিম ২০২০-২১ সিরিজ-৪ এর সাবস্ক্রিপশন চলবে এখনই। আগামী ১০ জুলাই এই স্কিম শেষ হবে।

- Advertisement -

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হটি ফেজে সার্বভৌম গোল্ড স্কিম জারি করা হবে। সরকারের তরফ থেকে রিজার্ভ ব্যাংক এই বন্ড জারি করবে।

প্রথম ফেজে কেউ বিনিয়োগের সুযোগ না পেয়ে থাকলে এই বারের ফেজেই তাঁরা বিনিয়োগ করতে পারবে। এর ইস্যুর মূল্য ৪৮৫২ তাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে।

আরবিআই থেকে জানানো হয়েছে, ইস্যু প্রাইস সাবস্ক্রিপশন আগের সপ্তাহের শেষের তিনটি কর্মদিবসের জন্য IBJA-র তরফে জারি ৯৯৯ খাঁটি সোনার সর্বশেষ দামের সাধারণ গড় হিসেবে দাম ঠিক করা হবে। অনলাইনে যারা বন্ড কিনবেন এবং ডিজিটাল মাধ্যমে টাকা দেবেন তাঁদের প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে।

পূর্বে ৮ থেকে ১২ জুন সাবস্ক্রিপশনের প্রথম ফেজ ঘোষিত হয়েছিল। যাত ইস্যু প্রাইস জারি করা হয় ৪৬৭৭ টাকা প্রতি গ্রাম। বছরের শেষ পর্যন্ত সোনার দাম ৫৩ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।