স্ত্রীকে তিন তালাক দিয়ে পুত্রকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় অভিযুক্ত স্বামী

0
169

নয়াদিল্লি: আইন করে ভয় দেখিয়ে বা সচেতনতা গড়ে কোনও উপায়েই রোখা যাচ্ছে না তিন তালাক। ফের তিন তালাকের ঘটনা দেখা গেল রাজস্থানের যোধপুরে। স্ত্রী-কে তালাক দিয়ে নাবালক পুত্র সন্তানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার নাম সুলতানা। তিনি তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। প্রথমপক্ষের স্ত্রীর পাঁচটি কন্যা সন্তান রয়েছে। এরপরে দ্বিতীয় বিয়ে করে ওই ব্যক্তি। দ্বিতীয় স্ত্র এক পুত্র সন্তানের জন্য দিয়েছিলেন। এরপর থেকেই সুলতানার উপরে শুরু হয় নির্যাতন। গায়ে হাত তোলা ছিল নিত্যদিনের ঘটনা। অভিযুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তা নিশা ভাটনগর।

- Advertisement -

নির্যাতিতা সুলতানা জানিয়েছেন যে সাত বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। বছর খানেক পরে ছেলে হয়। সেই সময় থেকেই অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। তাঁর কথায়, “ওরা আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে। আমি আমার ছেলেকে নিয়েই থাকতে চাই।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আচমকা কয়েকদিন আগে আমার স্বামি এসে আমার ছেলেকে নিয়ে যেতে চায়। না বলাতেই আমায় মারধোর করে এবং তিন তালাক বলে দেয়। ছেলেক ছেড়ে দেওয়ার জন্য আমায় দুই লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছিল।”

আইন করে তিন তাৎক্ষণিক তালাক বাতিল এবং তাৎক্ষণিক তিন তালাকে কড়া শাস্তির বিধান করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তিন তালাক সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ।