নরখাদক চিতাবাঘকে গুলি করে মারল বনদফতর, হতাশ পশুপ্রেমীরা

0
100

মুম্বই: গত কয়েকদিনে মোট আটজনকে হত্যা করার পর রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিল চিতাবাঘটি। অবশেষে মহারাষ্ট্রের এই চিতাবাঘটিকে হত্যা করল বনদফতর৷ চিতাবাঘ হত্যার ঘটনায় যারপরনাই হতাশ পশুপ্রেমীরা।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নয়: কল্যাণ

- Advertisement -

সূত্রের খবর, সোলাপুর, বীর, আহমেদনগত ও ঔরঙ্গাবাদ মিলিয়ে অন্তত ৮ জন মানুষকে হত্যা করেছে৷ কারমালার নয় বছরের এক শিশুও তার মধ্যে উপস্থিত ছিল। এছাড়াও স্থানীয় প্রায় ৪ জনকে গুরুতরভাবে আহত করে এই চিতাবাঘটি।

সোলাপুরের একটি কলাবাগানে চিতাবাঘটি লুকিয়ে ছিল। স্থানীয় সূত্রে খবর পাওয়া মাত্রই বনদপ্তরের আধিকারিক ও শিকারি সেই অঞ্চলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে বাঘটির উপর ঘুমপাড়ানি গুলি চালিয়ে তাকে ধরার চেষ্টা করা হলেও কাজ হয়নি। অবশেষে তাকে প্রানে মারতে বাধ্য হন তাঁরা।

আরও পড়ুন- অবৈধ সম্পর্কে লিপ্ত তৃণমূলের দাপুটে নেতা, ধরে বিয়ে দিলেন গ্রামবাসীরা

ডিসেম্বরের শুরুতে চিতাবাঘটিকে হত্যা করার নোটিশ জারি করেছিল বনদফতর৷ গত ১৫ দিন ধরে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা তাকে চিহ্নিত করার কাজে নেমে পড়েছিলেন। দীর্ঘ ১৫ দিনের পরিশ্রমের পর এদিনই তাকে মেরে ফেলা সম্ভব হয়েছে। গোটা ঘটনায় পশুপ্রেমীরা হতাশ হলেও খুশি স্থানীয় মানুষরা।