Fire: বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লীগামী ট্রেনে, প্রাণ বাঁচাতে যাত্রীদের সাহসী উদ্যোগ

0
73

মীরাট: আরও এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) সন্মুখীন ভারতীয় রেল। যার জেরে ছড়িয়ে পড়েছে ভয়াল আতঙ্ক। জানা যাচ্ছে, শনিবার সকালে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী ট্রেনে আগুন (Fire) ধরে যায়। ঘটনাটি ঘটেছে মীরাটের দৌরালা স্টেশনে।

খাস খবর অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

কীভাবে লেগেছিল আগুন? জানা যাচ্ছে, ট্রেনের ব্রেক জ্যামের কারণেই আগুন (Fire) লেগে গিয়েছিল। এর ফলে ইঞ্জিনসহ দুটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যেই এক চূড়ান্ত সাহসী পদক্ষেপ নেন ট্রেনের যাত্রীরা। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যাচ্ছে, প্রাণ বাঁচানোর তাগিদে তাঁরাই ট্রেনটিকে ধাক্কা দিয়ে ইঞ্জিন এবং ওই দুটি দগ্ধ বগি থেকে বাকি ট্রেনকে আলাদা করেন।

আরও পড়ুন: Interval: অবশেষে দশম দিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা মস্কোর

প্রত্যক্ষদর্শীরা গোটা ঘটনার-ই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, দৌরালা স্টেশনে পৌঁছনোমাত্রই ইঞ্জিনটিতে নিচ থেকে আগুন (Fire) ধরে যায়। সে খবর সামনে আসতে প্রাণ বাঁচানোর হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। তাঁরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করেন।

আরও পড়ুন: Cyber Attack: এবার যুদ্ধ অন্য ময়দানে, ইউরোপজুড়ে সাইবার হামলা

এদিকে আগুনের লেলিহান শিখায় ইঞ্জিন পুড়ে ছাই হয়ে যাওয়ার পর হাওয়ায় সে আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিন সংলগ্ন দুটি কামরায়। এরপর দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। জানা গিয়েছে, সে সময়ই ট্রেনের যাত্রীরা পুরে যাওয়া কোচ দুটি থেকে বাকি ট্রেনকে আলাদা করার উদ্দেশ্যে ধাক্কা দিতে শুরু করেন। এবং তাঁরা বাকি বগিগুলিকে সরিয়ে নিয়ে যেতেও সক্ষম হন শেষপর্যন্ত।