Empty liquor bottles: বিধানসভা চত্বরে মিলল খালি মদের বোতল, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দাবি বিরোধীদের

0
98

পাটনা: রাজ্যের মানুষ আগামী ২৬ নভেম্বর থেকে মদ স্পর্শ করবেন না এমনটাই ঘোষণা কয়েকদিন আগেই করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু সেই বিহারের বিধানসভা থেকে উদ্ধার হয়েছে ফাঁকা মদের বোতল। যা নিয়ে আক্রমন শানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব।

মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে করে বলেছেন যে রাজ্য বিধানসভা থেকে খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গে বলা ভাল বিহারে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিক ভাবেই নানা মহলে প্রশ্ন তুলেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়। তেজস্বী যাদব আক্রমণ শানিয়ে বলেছেন, “নীতীশ কুমার সরকারের মন্ত্রীদের অপরাধ করার স্বাধীনতা রয়েছে।” তেজস্বী যোদব বলেছেন মদের ফাঁকা বোতল মুখ্য অন্ত্রির ঘর থেকে ১০০ মিটার দূরে পাওয়া গিয়েছে।

- Advertisement -

আরজেডি নেতা প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, “বিহার বিধানসভায় কীভাবে মদের বোতল ঢুকল? মুখ্যমন্ত্রীর নিজের একটি সমীক্ষা করা উচিত। আমরা মদ মাফিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি দেখেছি। নীতীশ কুমারের মন্ত্রীদের অপরাধ করার স্বাধীনতা রয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।” তেজস্বী যাদব কটাক্ষ করে বলেছেন, “আজকের ঘটনা বিহারে মদ নিষিদ্ধ হওয়ার ঘটনার আসল চিত্র তুলে ধরেছে।”

আরও পড়ুন- Mandarmani: মন্দারমনি হোটেলে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, হানা দিল পুলিশ 

জানা গিয়েছে, বোতলগুলো একটি পার্কিং এলাকায় ফেলে দেওয়া হয়েছে। হাস্যকরভাবে, মাত্র কয়েকদিন আগে, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের সহকর্মীরা সহ সমগ্র বিহার রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে একটি নতুন প্রতিশ্রুতি নিয়েছিল। প্রতিক্রিয়ায়, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “তিনি এমন কিছু সহ্য করবেন না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।” মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বিধানসভার স্পিকারকে এই বিষয়ে তদন্ত শুরু করতে বলেছেন এবং ডিজিপি ও রাজ্যের মুখ্য সচিবকেও বিষয়টি পর্যবেক্ষণ করতে বলবেন।

আরও পড়ুন- IPL 2022: পাঞ্জাবের পর কোন দলকে নেতৃত্ব দেবেন কে এল, ভেসে উঠছে যে নাম

নীতিশ কুমারের কথায়, “আমি তাকে (উপ মুখ্যমন্ত্রী) জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন যে এই ক্যাম্পাসে কোথাও মদের বোতল পাওয়া গিয়েছে। এটা খুবই খারাপ। এটা কিভাবে সহ্য করা যায়? আমি স্পিকারের সামনে এটা বলছি, তিনি অনুমতি দিলে আমি সবাইকে আজই পরীক্ষা করে দেখতে বলব।” তিনি আরও বলেছেন, “‘আমি মুখ্য সচিব এবং ডিজিপিকে তদন্ত করতে বলব। বোতলগুলো এখানে এলে এটা সাধারণ ব্যাপার নয়। যে এটা করছে তাকে রেহাই দেওয়া উচিত নয়। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”