ED-র হানায় লালুর বাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকা, সোনার গহনা সহ ২০০০ মার্কিন ডলার

0
50

খাস ডেস্ক: ফের উদ্ধার টাকার পাহাড়! এবার বিহারের উপমুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে ও মেয়েদের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হল লক্ষাধিক টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে সোনার গহনা সহ ২০০০ মার্কিন ডলার। টাকা উদ্ধারের ঘটনায় ফের শোরগোল ছড়িয়ে রাজনৈতিক মহলে!

জানা গিয়েছে, বিহারের উপমুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবেব দিল্লির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগের ভিত্তিতেই ইডির আধিকারিকরা তেজস্বীর বাড়িতে হানা দেয়। সিবিআই মূল অভিযোগ করলেও ইডির আধিকারিকরা বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগটি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

- Advertisement -

আরও পড়ুন-মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ, আহত দলীয় নেতা সহ ৭

অন্যদিকে, আরও একটু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দল পাটনায় অভিযান চালায়। আধিকারিকরা লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ লোকজন এবং রাষ্ট্রীয় জনতা দলের একাধিক নেতার বাড়িতে হানা দেয়। এছাড়াও লালু প্রসাদের মেয়ে রাগিনী যাদব, চন্দা যাদব, হেমা যাদবের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি দিল্লিতে আরও ১৪টি জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। আর এই অভিযানে জানা যাচ্ছে, এই অভিযানে ৫৩ লক্ষ টাকা নগদ, ১৯০০ মার্কিন ডলার এবং প্রায় ২ কিলোগ্রাম সোনার হদিশ মিলিছে।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ, তাঁর স্ত্রী এবং তার কন্যারা ছাড়াও ২০২২ সালের মে মাসে নথিভুক্ত এফআইআরটিতে ১২ জনের নাম আছে যারা জমির বিনিময়ে চাকরি পেয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত বছরের জুলাই মাসে লালু প্রসাদ যাদবের সহযোগী এবং প্রাক্তন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ভোলা যাদবকে এই মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। বিরোধীদের বারবার এই হেন্সথা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। আটটি বিরোধী দল মাত্র দুই দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে একটি চিঠি দিয়েছিলেন। যেখানে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ করা হয়েছিল এবং সেখানে সই করেছিলেন রাবড়ি দেবীর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।