Earthquake: ইন্দো-বার্মা সীমান্তে জোরালো ভূমিকম্প, কাঁপল দুই বাংলা

0
1997

খাস খবর ডেস্ক: ঠিক ভোর ৫টা বেজে ১৮ মিনিট ৩৮ সেকেন্ড। মৃদু কম্পনে কেঁপে উঠল উত্তর এবং দক্ষিণবঙ্গ। খবরটি পাকা করেছে কেন্দ্রীয় মৌসম ভবন।

আরও পড়ুন: “তাইওয়ান নিয়ে কোনও আপোষ নয়”, যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন হুমকি বেইজিংয়ের

- Advertisement -

ক্রমে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার-ভারত সীমান্ত। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়ে ৬.৩। দেশের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র সূত্রে খবর, এই ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। এই উৎসস্থল মিজোরামের থেনজলের দক্ষিণ-পূর্বে ৭৩ কিলোমিটার। অপরদিকে ভারতের ত্রিপুরার অমরপুরের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৮১ কিলোমিটার এবং ত্রিপুরার বেলোনিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৮৮ কিলোমিটার।

সাধারণত ভূগর্ভস্থ দুটি পাতের সংঘর্ষ কিংবা কোনও একটি পাতের অবনমন অর্থাৎ স্থানচ্যুতির কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূ গবেষকরা ধারণা করছেন, ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট কিছুটা নেমে যাওয়ার কারণে এই ভূমিকম্প ঘটেছে।

কেন নেমে গিয়েছে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট? বিভিন্ন ভৌগলিক পরিবর্তনের কারণে বাংলা, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম ইত্যাদি জায়গায় তাপমাত্রার তারতম্য দেখা দিয়েছে। এসব রাজ্যে এখনও জাঁকিয়ে শীত পড়েনি। ধারণা করা হচ্ছে, সে কারণেই বিচ্যুতি ঘটেছে পাতটির। কারণ তার ওপরই এ সমস্ত রাজ্য স্থিত।

আরও পড়ুন: সাবধান, চলে এসেছে করোনার সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট, ছড়িয়ে পড়ছে দ্রুত

উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি একাধিক অঞ্চলের পাশাপাশি কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে ওপার বাংলায় পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কক্সবাজার কেঁপে ওঠে এই ভূমিকম্পে। তবে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।