রাস্তায় চলতে চলতেই চার্জ হবে গাড়ি, শীঘ্রই এক নয়া ভারত দেখবে দেশবাসী

0
72

খাস ডেস্ক: আগামী কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন রাস্তায় এই গাড়ি দেখা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে বিষয়টির তদারকি করছেন। এই প্রযুক্তি চালু হলে নানাভাবে উপকৃত হবে ভারত।

আরও পড়ুন: Pfizer বিক্রির জন্য ইচ্ছাকৃত Corona’র মিউটেশন করানো হয়েছে, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস 

- Advertisement -

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, কেন্দ্রীয় সোলার শক্তি দ্বারা চালিত ইলেকট্রিক হাইওয়ে তৈরির কাজ শুরু করে দিয়েছে। এই হাইওয়ে দিয়ে যাতায়াতের সময়েই ট্রাক, বাস চার্জ হতে থাকবে। গাড়িগুলিকে আলাদাভাবে চার্জিং স্টেশনে যেতে হবে না। তবে এই হাইওয়ের মারফত কেবল হাইব্রিড কিংবা ইলেকট্রিক পাড়ি চার্জ হতে পারবে।

ইলেকট্রিক হাইওয়ে তৈরি হলে কি কি সুবিধা পাওয়া যাবে?

বর্তমান সময়ে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ। পেট্রল-ডিজেল চালিত গাড়ির ধোঁয়া যার অন্যতম কারণ। ভারত সরকার এই দিকটি মাথায় রেখে ইলেকট্রিক গাড়ির দিকে মনোনিবেশ করেছে। ইতিমধ্যেই একাধিক গাড়ি নির্মাণকারী সংস্থা বাজারে লক্ষ করেছে ইলেকট্রিক গাড়ি। এমন সময় ইলেকট্রিক হাইওয়ে তৈরি হলে একদিকে পেট্রল-ডিজেল চালিত গাড়ির সংখ্যা যেমন কমবে অন্যদিকে বায়ু দূষণ ন্যাপক মাত্রায় কমনে। পরিবহণ মন্ত্রকের রিপোর্ট অনুসারে ইলেকট্রিক হাইওয়ে চালু হলে প্রতি বছর আনুমানিক ৩২ লক্ষ কোটি লিটার পেট্রল ডিজেলের হবে। পাশাপাশি ভারতের আমদানি-রপ্তানির খরচ প্রায় ১ লক্ষ কোটি টাকা কমবে।

দক্ষিণ কোরিয়ায় সর্বপ্রথম বাস চলাচলের সুবিধায় ইলেকট্রিক হাইওয়ে তৈরি করা হয়েছিল। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার সেজং শহরে দ্বিতীয় ইলেকট্রিক হাইওয়ে তৈরি হয়। এরপর ২০১৮ সালে সুইডেন এবং ২০১৯ সালে জার্মানিতে এই ধরনের হাইওয়ে তৈরি করা হয়।

ভারতে ইলেকট্রিক হাইওয়ে তৈরির পরিকল্পনা ২০১৬ সাল থেকেই শুরু হয়েছিল। বিশ্বের দীর্ঘতম ইলেকট্রিক হাইওয়ে তৈরির জন্য দিল্লি জয়পুর হাইওয়ে এবং দিল্লি-আগ্রা-যমুনা হাইওয়ে এই দুটিকে ইলেকট্রিক হাইওয়েতে পরিণত করা হবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৫ হাজার কিলোমিটার ট্র্যাডিশানাল হাইওয়েকে ই-হাইওয়েতে রূপান্তরিত করা হতে পারে। সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাস থেকেই দিল্লি জয়পুর হাইওয়ে এবং দিল্লি-আগ্রা-যমুনা হাইওয়ে মিলিয়ে মোট ৫০০ কিলোমিটার ই-হাইওয়ে চালু হতে পারে।