ট্রাম্পের সফর থেকে ভারতের লাভ খুঁজে পাচ্ছেন না বিজেপি সাংসদ স্বামী

0
195

নয়াদিল্লি: বামেদের মতো বিজেপি সাংসদ সুব্রক্ষণ্যম স্বামীও মনে করেন, ট্রাম্পের ভারত সফর থেকে দিল্লির প্রাপ্তি শূণ্য৷ বরং এই সফর থেকে আমেরিকাই বেশি লাভবান হবে৷

২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর এই সফরকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ মনে করা হচ্ছিল, এবারই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি পাকা করে ফেলবে ভারত৷ কিন্তু সেটা যে এই সফরে হচ্ছে না তা আগেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তারপরই মার্কিন প্রেসিডেন্টের এই সফর থেকে আর কী কী প্রত্যাশা করতে পারে ভারত সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়৷

- Advertisement -

অনেকের মতে, ট্রাম্প তাঁর দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই ভারতে আসছেন৷ দুই দেশের মধ্যে যে চুক্তি হবে তাতেও আমেরিকার লাভই বেশি খুঁজে পাওয়া যাচ্ছে৷ যাঁরা এমন মনে করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী তাঁদের দলেই৷ জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে কিছু বড় চুক্তি হতে পারে৷ কিন্তু ট্রাম্প তো কোনও কিছু বিনামূল্যে দিচ্ছে না৷ ভারতকে সেই মূল্য চোকাতে হবে৷

একই কথা বলছে বামেরাও৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও জানিয়েছিলেন, আমেরিকার স্বার্থেই ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ এই সফর থেকে ভারত কোনও ফসল ঘরে তুলে পারবে না৷