মুলায়ম সিং যাদবের ছেড়ে যাওয়া লোকসভা আসন থেকে লড়বেন অখিলেশ পত্নী ডিম্পল

0
49
Dimple Yadav

লখনউ: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রয়াণের পর তাঁর আসন ফাঁকাই রয়ে গিয়েছে। সেই লোকসভা আসনেই এবার লড়তে চলেছেন তাঁর পুত্রবধু তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav)।

শ্বশুর মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে শূন্য হয়ে যাওয়া উত্তর প্রদেশের মইনপুরি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। পাঁচটি রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গেই মইনপুরি লোকসভা আসনে ৫ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই 8 ডিসেম্বর ফলাফল প্রকাশিত হবে। প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ২০১৯ সালে ২.০ মোদী ঝড়ের মধ্যেও মইনপুরি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন মুলায়ম সিং। যদিও সেই জয় ছিল তাঁর জীবনের সবথেকে কম মার্জিনে জয়। মুলায়ম সিং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে ৫.২ লক্ষ ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৪.৩ লক্ষ ভোট। বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর পাওয়া ভোটের ব্যবধান ছিল মাত্র মাত্র ৯৪,০০০। তিনিই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৩.৬ লক্ষ্য ভোটের ব্যবধানে জিতেছিল।

- Advertisement -

আরও পড়ুন- গুজরাটে বড় চমক, বর্তমান বিধায়ককে সরিয়ে ক্রিকেটার জাদেজার স্ত্রীকে প্রার্থী করল বিজেপি

প্রসঙ্গত, মুলায়ম সিং যাদব মইনপুরি লোকসভা আসনে প্রথম সাংসদ হিসাবে জয়ী হন ১৯৯৬ সালে। তারপর ২০০৪ থেকে শুরু করে টানা চারবার জয়ী হন।  ১৯৯৮, ১৯৯৯ এবং ২০১৪ সালের উপনির্বাচনে তাঁর দলের প্রার্থীরা জয়লাভ করেন। এই লোকসভা আসনটি যে পাঁচটি বিধানসভা আসন গঠন করে, তার মধ্যে চলতি বছরের বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তিনটি এবং বিজেপি দুটিতে জয়লাভ করেছে। করহাল থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন জানিয়ে রাখা ভাল, কয়েকমাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে ৪০৩ টি আসনের মধ্যে উত্তরপ্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ১১১ টি আসন জিতেছিল। ২০১৭ সালের নির্বাচনে ৪৭ টি আসন জেতার পর এবারে থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে আসন সংখ্যা। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে এবার শ্বশুর মুলায়ম সিং যাদবের ছেড়ে জাওয়া আসন পুত্রবধূ (Dimple Yadav) নিজের হাতে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor