হরিদ্বার মাত্র ৯০ মিনিট, দেরাদুন মাত্র ২ ঘণ্টা, ডিসেম্বরেই নয়া এক্সপ্রেসওয়ে ভারতে

১২ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

0
110
delhi deradun expressway

খাসডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে চলেছে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে (Delhi-Deradun Expressway) । ১২ হাজার কোটি টাকা ব্যয়ে দিল্লি থেকে দেরাদুন ২১২ কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজ শেষ হতে চলেছে। জানালেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি।

আরও পড়ুন :Corona Update: উদ্বেগে দেশ, সংক্রমণের বহর বাড়াচ্ছে করোনা

- Advertisement -

“দিল্লি থেকে দেরাদুন মাত্র ২ ঘণ্টা। দিল্লি থেকে হরিদ্বার মাত্র ৯০ মিনিটেই শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের  কাজ সম্পূর্ণ হবে (Delhi-Deradun Expressway work will be finished by the end of december)।“ জানিয়েছেন জাতীয় সড়ক পরিবহনমন্ত্রী। ৬০ থেকে ৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে (60 to 70% work of Delhi-Deradun Expressway has already finished)। সম্প্রতি নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেন নীতিন।

আরও পড়ুন :কিং কোবরা থেকে গোখরো, গরমে বাড়ছে সাপের উপদ্রব

আরও পড়ুন :তিরঙ্গার চূড়ান্ত অবমাননা, জাতীয় পতাকা দিয়ে তরমুজ পরিষ্কার করার ভিডিও ভাইরাল

এক্সপ্রেসওয়েটিকে (Delhi-Deradun Expressway)  চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং দিল্লির অক্ষরধামের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ((Delhi-Deradun Expressway)), শাস্ত্রী পার্ক, খাজুরি খাস, মান্ডোলার খেকরায় ইপিই ইন্টারচেঞ্জ, বাগপত, শামলি, সাহারানপুর, উত্তরপ্রদেশ থেকে দেরাদুন পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। পুরো করিডোর নির্মাণে অনেক বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে গণেশপুর থেকে দেরাদুন পর্যন্ত পথটি বন্যপ্রাণীদের জন্য নিরাপদ রাখা হয়েছে। ১২ কিলোমিটার এলিভেটেড রোড, ৬টি পশুর আন্ডারপাস, ২টি হাতির আন্ডারপাস, ২টি বড় সেতু এবং ১৩টি ছোট সেতুর ব্যবস্থা রয়েছে।