এই কাজ করলেই রাজ্যবাসী পাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘নৈশভোজের’ সুবর্ণ সুযোগ

করোনার কারণে বর্তমানে রাজনৈতিক মহলের প্রচারের মাধ্যম ডিজিটাল ক্ষেত্র। এটাইকেই হারিয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই প্রচারে নেমেছেন আপ প্রধান।

0
210

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচনে জয়লাভ করাই এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক এবং একমাত্র লক্ষ্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই লড়াই চলছে। তবে এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রাজধানীর বাসিন্দাদের তাঁর সঙ্গে দেখা করার এবং যোগাযোগ করার জন্য একটি “সুবর্ণ সুযোগ” করে দিয়েছেন। শুধু যে দেখা করা এমনটা নয় বরং আম আদমি পার্টির একটি প্রচারের মাধ্যম হিসাবেই উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতেই অভিনব প্রচারে নেমেছে আপ। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রাচারে সাফল্য মেলার পরেই নয়া এই কর্মসূচী গ্রহণ করেছে আম আদমি পার্টি।

করোনার কারণে বর্তমানে রাজনৈতিক মহলের প্রচারের মাধ্যম ডিজিটাল ক্ষেত্র। এটাইকেই হারিয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই প্রচারে নেমেছেন আপ প্রধান। “এক মওকা কেজরীবাল কো” এটাই নাম দেওয়া হয়েছে প্রচারঅভিযানের। যেখানে বলা হয়েছে দিল্লির কেজরিওয়াল সরকারেরর উন্নয়ের খতিয়ান সকলের সামনে তুলে ধরলেই মিলবে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ‘নৈশভোজের’ সুযোগ। তাঁর সঙ্গে সাধারণ মানুষদের নৈশভোজে বসার আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেছেন, “দিল্লির লোকেরা অন্য রাজ্যের লোকদের AAP-এর কাজ সম্পর্কে বলার ভিডিও তৈরি করতে পারে এবং ভোটের আগে কেজরিওয়াল এবং AAP-কে একটি সুযোগ দেওয়ার জন্য তাদের কাছে আবেদন করতে পারে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলি আপলোড করুন।”

- Advertisement -

 

আরও বিশদভাবে মুখ্যমন্ত্রী দিল্লির বাসিন্দাদের বলেছেন, “দিল্লি সরকারের করা কাজ যেমন স্কুল, হাসপাতাল, জিরো বিল ইত্যাদির ভিডিও তৈরি করুন।” সেই সঙ্গে ভিডিওগুলি অনলাইনে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। আপের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভিডিও ভাইরাল হলে নির্মাতারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।” আম আদমি পার্টির টুইটারে লেখা হয়েছে, “‘এক মাউকা কেজরিওয়াল কো’ ক্যাম্পেনের অধীনে দিল্লি সরকারের ইতিবাচক কাজ প্রদর্শন করে ভিডিও তৈরি করুন। শীর্ষ ৫০ টি ভিডিওর নির্মাতারা ডিনারে AAP-এর জাতীয় আহ্বায়কের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাবেন।”

আরও পড়ুন- National Girl Child Day: নারী ক্ষমতায়নে জাতীয় শিশুকন্যা দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

উল্লেখ্য রাজনৈতিক মহলের মতে দিল্লির মানুষের মাধ্যামেই পাঁচ রাজ্যের জনগণের কাছে পৌঁছাতে চাইছেন কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের দল ভোটপ্রবণ পাঞ্জাব যেখানে তাঁরা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে গড়ে উঠেছে, উত্তর প্রদেশ, গোয়া এবং উত্তরাখণ্ডে তার পদচিহ্ন প্রসারিত করতে চাইছে। পাঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতাসীন কংগ্রেসের বিরুদ্ধে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। দলটি তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানকে ধুরি আসন থেকে প্রার্থী করেছে। দিল্লি-ভিত্তিক দলটি উত্তর প্রদেশেরও সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমনকি AAP সমুদ্র উপকূলবর্তী রাজ্য গোয়ার প্রচারে দুর্নীতি এবং বেকারত্বকে মূল বিষয় করে তুলেছে। এমনকি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলেকে দলের সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ আপের কাছে নইয়া প্রচারের মূল বিষয় হল সাধারণ মানুষের আরও কাছে পৌঁছানো