ভাইরাল শিশুকে জিভ চুষতে বলার ভিডিও, ক্ষোভ-চাপের মুখে ক্ষমা চাইলে Dalai Lama

0
76

খাস ডেস্ক: সম্প্রতি দলাই লামার একটি ভিডিও ঘিরে দেশ জুড়ে ঝড় উঠেছে এবং শুরু হয়েছে প্রবল বিতর্ক। শুধু চুম্বন নয় একটি শিশুকে তাঁর জিভ চুষতে বলার ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। বিষয়টি জটিল হওয়ার মুহূর্তে ক্ষোভ বৃদ্ধির পরেই  তিব্বতি ধর্মগুরু ক্ষমা চেয়েছেন।

শীর্ষস্থানীয় বৌদ্ধ আধ্যাত্মিক নেতা ওই শিশু  এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তবে লামা বলেছেন যে তিনি “প্রায়শই এমন লোকেদের উত্যক্ত করে যাদের সাথে  তিনি নরম ব্যবহার করেন এবং কৌতুকপূর্ণ উপায়ে  সাক্ষাৎ করেন।” দলাই লামা একটি অফিসিয়াল বিবৃতিে বলেছেন, “সম্প্রতি একটি সভার ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি অল্প বয়স্ক ছেলে মহামহিম দলাই লামাকে জিজ্ঞাসা করেছিল যে সে তাঁকে আলিঙ্গন করতে পারেন কিনা। পরম পবিত্র ছেলেটি এবং তাঁর পরিবারের কাছে দলাই লামা ক্ষমা চাইছেন, সেইসাথে সারা বিশ্বে তাঁর অনেক বন্ধুদের কাছেও ক্ষমা প্রার্থনা করছেন তিনি। তাঁর কোনও কথার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। মহামহিম প্রায়শই লোকেদের উত্যক্ত করেন এবং কৌতুকপূর্ণ উপায়ে বিভিন্ন কাজ করেন। প্রকাশ্যে ক্যামেরার সামনেও তিনি এমনটা করে থাকেন। তবে এই ঘটনার জন্য তিনি অনুতপ্ত।”

- Advertisement -

  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা  গিয়েছে দালাই লামা একটি ছোট ছেলের ঠোঁটে চুম্বন করছেন এবং তার  সঙ্গে কপাল স্পর্শ করছেন। তারপরেই নেতা তার জিভ বের করে বলেন  “তুমি কি আমার জিভ চুষতে পারবে?” যা নিয়েই ঝড় ওঠে  দীপিকা পুস্কর নাথ নামে এক মহিলা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। তবে খাস খবর সেই ভিডিওর সত্যতা জাচাই করেনি। ভিডিওটি  ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, টুইটার ব্যবহারকারীরা ঘটনাকে “জঘন্য” এবং “অপ্রিয়” বলে নিন্দা করেছেন। শুধু দীপিকা নন জুস্ট ব্রুকার নামে আর এক টুইটার ব্যবহারকারী ভিডিয়োটি শেয়ার করে  লিখেছিলেন, ‘‘দলাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তাঁর জিহ্বাও স্পর্শ করতে চাইছেন। ওঁকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?’’

আরও পড়ুন: বিয়ের মণ্ডপে বরের পাশে বসে ৫ সেকেন্ডে ৪ রাউন্ড গুলি চালাল কনে, ভাইরাল ভিডিও

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এর আগেও ২০১৯ সালে বিতর্কিত জন্য জন্য ক্ষমা চেয়েছিলেন যে । তিনি বলেছিলেন,  তার উত্তরসূরি যদি একজন মহিলা হন তবে তাঁকে “আকর্ষণীয় হওয়া উচিত”।  এক ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়ে এমনটা মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যকে কেন্দ্র করে গোটা বিশ্ব তোলপাড় হয় এবং সেই সময়েও চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন।