শক্তি হারিয়েছে ‘সাইক্লোন বুরেভি’, তবুও তিন বিমানবন্দরে বন্ধ পরিষেবা

0
85

তিরুঅনন্তপুরম: কিছুটা শক্তিক্ষয় হয়েছে ‘সাইক্লোন বুরেভি’র। ইতিমধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে জারি রয়েছে সতর্কতা। দুই রাজ্যে তিনটি বিমানবন্দরে বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা।

জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ রামনাথপুরম এবং তুতিকোরিন সংলগ্ন ছয় জেলা থেকে পেরিয়ে যাবে। ৫০ থেক ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে আগাম সতর্কতা হিসেবে শুক্রবার সকাল থেকেই তামিলনাদু এবং কেরলের তিন বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে।

- Advertisement -

বুধবাররাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে শ্রীলঙ্কা পার করেছে ওই ঘূর্ণিঝড়। সেইসময় গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল শ্রীলঙ্কায়। কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত তামিলনাড়ু, পুদুচেরি। এখনও বৃষ্টি চলছে সমানে। সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। জলমগ্ন হয়েছে বহু এলাকা।

ইতিমধ্যেই আবহাওয়ার প্রভাবে পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে। ব্যহত স্বাভাবিক জনজীবন। মৎস্যজীবীদের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পূর্ব শ্রীলঙ্কার সৈকতেও রয়েছে নিষেধাজ্ঞা।

সাইক্লোন মোকাবিলার জন্য ২৬টি এনডিআরএফ দল তৈরি রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফে পরিস্থিতি পর্যালোচনা করে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

তিরুঅনন্তপুরম ছাড়া কোল্লাম, কোট্টায়াম, আলাপ্পুজা, ইদুক্কি, এরনাকুলামে সাইক্লোন বুরেভির প্রত্যক্ষ প্রভাব পড়বে। মৌসম ভবন জানিয়েছে, তিরুঅনন্তপুরম ছাড়া কোল্লাম ও আলাপ্পুজায় লাল সতর্কতা জারি করেছে।

তবে মনে করা হচ্ছে, কেরলে পৌঁছে সাইক্লোন বুরেভি গভীর নিম্নচাপে পরিণত হবে। জারি থাকবে কমলা সতর্কতা। কেরলের বিশাল অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। থাকবে ঝোড়ো হাওয়া।