বিজেপির “অগ্নিপথ” প্রকল্পের প্রশংসায় কংগ্রেস নেতা

0
46

নয়াদিল্লি : বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন এবার কোনও  এনডিএ (NDA) এর শরিক দলের নেতা নন, স্বয়ং বিরোধী কংগ্রেসের (Congress) নেতা মণীশ তেওয়ারী (Manish Tewari) । তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্পূর্ণ তাঁর পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে বলেন, “ঠিকঠাক ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রের সংস্কারের জন্য”। 

আরও পড়ুন : নিয়োগ কেলেঙ্কারিতে আরও সক্রিয় সিবিআই, স্নায়ুর চাপ বাড়ছে শাসকের

- Advertisement -

তিনি বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার প্রয়োজন উন্নত প্রযুক্তির তরুণ যুব সেনাবাহিনী। এটি ঘটবে না যদি না আপনার ময়দানে মানুষ থাকে, তাতে শুধুমাত্র সরকারের অর্থের ব্যয়ই হবে”। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার গোটা দিন জুড়ে উত্তপ্ত ছিল দেশের বিভিন্ন প্রান্ত। শতাব্দী প্রাচীন দল কংগ্রেস কেন্দ্রের এই প্রকল্পের বিষয়ে বলেছে, “কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে আপস করছে”। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, “কোনও পদ নেই, কোনও পেনশন নেই এমনকি চার বছর পরে তাদের প্রতি আর কোনও সম্মান দেখান হবে না সরকারের পক্ষ থেকে। 

আরও পড়ুন : আগামীর ‘অগ্নিবীর’ ক্ষেপে আগুন, ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় পাথরবর্ষণ

তবে রাহুলের লোকসভার দলীয় সতীর্থ মণীশ তেওয়ারী আরও জোর দিয়ে বলেছেন, “আপনি যদি সশস্ত্র বাহিনীকে তিন দশক পিছিয়ে দেখেন, তবে তাঁর থেকে বর্তমানে আরও বেশি মোবাইল অভিযাত্রী বাহিনী রয়েছে, যেটি প্রযুক্তির উপর বেশি নির্ভর করে, যেটি অত্যাধুনিক অস্ত্রের উপর বেশি নির্ভর করে এবং যাদের বয়স কম – তাই এই পরিস্থিতিতে এটি অনেক বেশি – প্রয়োজনীয় সংস্কার”। পাঞ্জাবের আনন্দপুর সাহিবের সাংসদের মুখে বিজেপির প্রশংসা শুনে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একাধিক জল্পনা।