ব্যপার কি, একসঙ্গে হাত ধরে নাচ করছেন রাহুল-গেহলট-পাইলট

0
27

জয়পুর: দেশ জুড়ে ব্যপক প্রভাব ফেলছে ভারত জোড় যাত্রা। এমটাই দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকেই। মধ্যপ্রদেশ থেকে এই দীর্ঘ পদযাত্রা প্রবেশ করেছে কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রথম কংগ্রেস শাসিত রাজ্যে প্রবেশ  করার পরেই এক অন্য ছবি দেখা গিয়েছে। এক সঙ্গে হাতে হাত ধরে নাচ করছেন রাহুল গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সচিন পাইলট।

রাজস্থানে রবিবার এক অন্য ছবি ধরা পড়েছে। গেহলট পাইলট এক সঙ্গে নাচ করছেন তাও আবার হাতে হাত ধরে দুজনের মধ্যে যাবতীয় দ্বন্দ ভুলে। দুই নেতা তাঁদের দ্বন্দ ও  মতভেদকে এক দিনের জন্য পিছনে রেখেছেন।  দুই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একই মঞ্চে যোগ দিয়েছিলেন এবং ঝালাওয়ারে ভারত জোড়ো যাত্রা ইভেন্টের সময় একটি উপজাতি নৃত্যে অংশ নিয়ে একে অপরের হাতে হাত ধরে নাচছিলেন। কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও মঞ্চে উপজাতীয় নৃত্যের দল হিসাবে মঞ্চে অন্যদের সাথে যোগ দিয়েছিলেন।

- Advertisement -

আরও পড়ুন- নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রাখছেন ফরাসি প্রেসিডেন্ট, ট্যুইটের পরেই জল্পনা তুঙ্গে

তবে রাজস্থানে রাগার আগমনের আগে অশোক গেহলট এবং শচীন পাইলটের সমর্থকদের মধ্যে পোস্টার যুদ্ধ শুরু হয়েছিল। রাজস্থানের ঝালাওয়ারে ভাষণ দিতে গিয়ে গান্ধী বংশীয় কংগ্রেসকে মহাত্মা গান্ধীর দল বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধী বলেন, “এটি মহাত্মা গান্ধীর দল, সাভারকার বা গডসের নয়। আমরা কঠোর পরিশ্রম করতে জানি।” তিনি আরও বলেছিলেন যে তিনি বিজেপি বা আরএসএসকে তিনি ঘৃণা করেন না তবে দেশকে “ভয় নিয়ে থাকতে দেবেন না”। এর পরেই বিজেপিকে নিশানা করে বলেছেন, “মুদ্রাস্ফীতি বাড়ছে কিন্তু পুরো টাকা যাচ্ছে তিন থেকে চারজন শিল্পপতির কাছে। এটা ঠিক নয়।”