পেঁয়াজের রফতানি বন্ধ করে দিল কেন্দ্র

0
1702

নয়াদিল্লি: চাহিদার তুলনায় বাজারে যোগান কম পেঁয়াজের। উত্তর ভারত, পূর্ব ভারত, উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও গত দেড় সপ্তাহ.ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই সব ধরনের পেঁয়াজ রফতানি করার ক্ষেত্রে.নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।

সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ধরনের পেঁয়াজ রফতানি করা যাবে না।“

- Advertisement -

প্রসঙ্গত ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড হল বাণিজ্য মন্ত্রকের একটি শাখা। তারা মূলত আমদানি, রফতানি বিষয় দেখভাল করে।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। কিলো প্রতি দাম পৌঁছে গিয়েছিল ৫০০ এমনকি ৬০০ টাকাতেও। অনেকের.মতে সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই.দেশের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী পেঁয়াজের যোগান রাখতে চাইছে কেন্দ্র।

উল্লেখ্য, এবার পেঁয়াজের ফলন কিছুটা কম হয়েছে। মূলত মহারাষ্ট্রের নাসিকে যে বিরাট পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় তা এবছর হয়নি।