করোনার ভ্যাকসিন সম্পর্কে তথ্য দিতে অনলাইন পোর্টালের ঘোষণা কেন্দ্রের

0
36

নয়াদিল্লি: করোনার দাপট চলছে বিগত বেশ কিছু মাস ধরে। এর মধ্যে এই মারণভাইরাসের কবল থেকে বাঁচার পথ খুঁজছে সারা দেশ। করোনাকে জয় করে কবে আসবে ভ্যাকসিল? এই প্রশ্নই এখন সবার মনে। ট্রায়াল নিয়েও হাজারও প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই এবার নয়া ব্যবস্থা কেন্দ্রের।

করোনার ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য দেবে স্বয়ং কেন্দ্রীয় সরকার। একটি অনলাইন পোর্টালের সাহায্যে সাধারণ মানুষ জেনে নিতে পারবেন করোনা ভ্যাকসিন নিয়ে সমস্ত তথ্য। কেন্দ্রের দ্বারাই পরিচালিত হবে এই পোর্টাল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ঘোষণা করে এই পোর্টালের কথা জানিয়েছেন।

- Advertisement -

সোমবার আইসিএমআর-এর একশো বছরের ইতিহাসের ইতিবৃত্ত প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই তিনি ঘোষণা করেন। জানান, ভ্যাকসিনের যাবতীয় তথ্য জনসমক্ষে আনতে খোলা হচ্ছে পোর্টাল। যে কোনও মানুষ সেই পোর্টালে যেতে পারবেন। টীকা সংক্রান্ত সমস্ত তথ্য ও ট্রায়াল সবই থাকবে পোর্টালে। এমনকি দেশের অন্যান্য টীকা নিয়েও তথ্য দেবে এই পোর্টাল।

তিনি আরও জানিয়েছেন, আগামী বছরের মার্চের মধ্যেই ভারতে টীকা পাওয়া যেতে পারে। বাদল অধিবেশনের সময়েও হর্ষবর্ধন এই একই তথ্য সামনে এনেছিলেন। তিনি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিহাস মনে রাখবে বলেও জানান। ভারতের এই চেষ্টা তাঁরই নেতৃত্বে হচ্ছে বলেও জানান তিনি। আগামী বছরে করোনার টিকা ভারতে আসা নিয়ে আশাবাদী কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্রীয় স্বাস্থ্যমন্ত্রী।