বাংলার CID আধিকারিকদের বিরদ্ধে ভিন রাজ্যে তোলাবাজির মামলা, শুভেন্দু বললেন, ‘কি লজ্জা’

‘‘যে রাজ্যের মন্ত্রী, শাসকদলের নেতা নিজেরাই একেকজন বড় বড় তোলাবাজ, সেই রাজ্যের পুলিশ তোলাবাজ হবে না তো কি হবে! পুলিশকে তো এসব কাজেই ব্যবহার করছে এরা৷ এঘটনা তারই পরিণতি৷’’

0
32

কলকাতা: দক্ষিণ মুম্বইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে এরাজ্যের সিআইডির কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে৷ এই ঘটনায় রাজর্ষি বন্দ্যোপাধ্যায় সহ এরাজ্যের চার সিআইডি (CID) অফিসারের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে মুম্বইয়ে৷ টুইটে সেই প্রসঙ্গ টেনে এনে ফের বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ট্যাগ লাইনে লিখেছেন, ‘কি লজ্জা’! স্বাভাবিকভাবে, শুভেন্দুর এহেন টুইটকে ঘিরে তোলাবাজি ইস্যুতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷

ঘনিষ্ঠ মহলে শুভেন্দু বলেছেন, ‘‘যে রাজ্যের মন্ত্রী, শাসকদলের নেতা নিজেরাই একেকজন বড় বড় তোলাবাজ, সেই রাজ্যের পুলিশ তোলাবাজ হবে না তো কি হবে! পুলিশকে তো এসব কাজেই ব্যবহার করছে এরা৷ এঘটনা তারই পরিণতি৷’’ বস্তুত, নিয়োগে তোলাবাজির অভিযোগে হাজতে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ গরু পাচার সহ একাধিক অভিযোগে গরাদে রয়েছেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ এমন আবহে সিআইডির মতো গোয়েন্দা সংস্থার চার আধিকারিকের বিরুদ্ধে ভিন রাজ্যের ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য পুলিশের অন্দরেও৷

- Advertisement -

অভিযোগ, গত মে মাসে বর্ধমানের রানিগঞ্জে কোম্পানির কাজে গিয়েছিলেন এক ব্যবসায়ী৷ সেখানে পশ্চিমবঙ্গের সিআইডি অফিসার রাজর্ষি বন্দ্যোপাধ্যায় এবং আরও তিনজনের তোলাবাজির মুখে পড়তে হয়েছিল তাঁকে৷ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ব্যবসায়ী এরাজ্যের সিআইডির (CID) সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে মুম্বইয়ে মামলা দায়ের করেনষ অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 120B (অপরাধী ষড়যন্ত্রের শাস্তি), 384 (চাঁদাবাজির শাস্তি) এবং 386 (কোনও ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে ফেলে চাঁদাবাজি) ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত৷ বিষয়টি সামনে আসতেই সেটিকে টুইট করে নতুন করে রাজ্যের বিড়ম্বনা বাড়াতে তৎপর বিরোধী দলনেতা৷ যদিও এই বিষয়ে শাসকদল কিংবা রাজ্য পুলিশের শীর্ষ কোনএ কর্তার প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি৷

আরও পড়ুন: বামফ্রন্টের আন্দোলন মজবুত হোক, আর্থিক সাহায্য করে বললেন তৃণমূল নেত্রী