যোগী আদিত্যনাথকে হত্যার চেষ্টা, বোমাতঙ্ক মুখ্যমন্ত্রীর বাসভবনে

0
101

খাস খবর ডেস্ক: যোগী আদিত্যনাথকে হত্যার ষড়যন্ত্র। শুক্রবার লখনউতে তাঁর বাসভবনে বোমা রাখা হয়েছে বলে অভিযোগ করা হয় টেলিফোন মারফত। স্বাভাবিকভাবেই এর ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফোনটি পাওয়ার পরই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ি।

আরও পড়ুন: মমতার সফরের মাঝেই তেতে উঠলেন আদিবাসীরা, শুরু হল রাস্তা অবরোধ

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে পুলিশের পক্ষ থেকে পরে জানানো হয়, খবরটি ভুয়ো। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিল বম্ব স্কোয়াড। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও কিছু পায়নি তারা। পুলিশ জানাচ্ছে, কে বা কারা ফোন করে এই ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে, সে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি যোগীর বিরুদ্ধে সত্যিই কোনও ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বহুবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে যোগীকে। গত বছরের অগাস্ট মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে প্রাণের হুমকি দেওয়ার অভিযোগে জনৈক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাছাড়া ২০২১ সালে সিআরপিএফের দফতরে একটি ইমেইল করে অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে বিস্ফোরণ ঘটিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।