জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে পতনের চেষ্টা করছে বিজেপি, রাজস্থান ইস্যুতে তোপ প্রিয়াঙ্কার

0
96

নয়াদিল্লি: রাজস্থানে রাজনৈতিক দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ক্রমাগত তাঁর সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন। বিজেপি রাজস্থানের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ হানছে কংগ্রেস। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রের বিজেপি সরকারকে লক্ষ্য করে তোপ দেগেছেন।

আরও পড়ুন- কার্গিল দিবসে কোভিড লড়াইয়ের জন্য সেনা হাসপাতালকে অর্থ সাহায্য রাষ্ট্রপতির

- Advertisement -

রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজেপি সরকারকে নিশানা করে টুইট করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লেখেন, “সঙ্কটের সময়ে নেতৃত্ব চিহ্নিত করা হয়। করোনার জাতীয় সঙ্কটে দেশটির এমন নেতৃত্বের প্রয়োজন যা জনস্বার্থে কাজ করে। তবে কেন্দ্রের বিজেপি সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে পতনের চেষ্টা করে তার উদ্দেশ্য এবং চরিত্রটিকে পরিষ্কার করেছে। জনগণ এর জবাব দেবে।”

প্রসঙ্গত, রাজস্থানে কংগ্রেস নেতা সচিন পাইলট বিদ্রোহী অবস্থান নিয়েছেন। সচিন পাইলটের সমর্থনে অনেক কংগ্রেস বিধায়কও রয়েছেন। এই প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, বিজেপির নির্দেশেi সচিন পাইলট এই কাজ করছেন। বিজেপি রাজস্থানের গেহলট সরকারকে পতনের পরিকল্পনা করছে।

আরও পড়ুন- র‍্যাপিড টেস্ট বাড়াতে শহরে ঘুরবে ৯টি অ্যাম্বুল্যান্স, উদ্যোগে কলকাতা পুরসভা

রাজ্যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করার কারণে কংগ্রেস জাতীয় পর্যায়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস দল এই ইস্যুটির বিরুদ্ধে দেশের সমস্ত রাজ্যে রাজভবনের সামনে প্রতিবাদ করবে। এই বিক্ষোভের আগে কংগ্রেস একটি অনলাইন প্রচারও চালিয়েছিল। রবিবার, কংগ্রেস ‘ভয়েস অফ ডেমোক্রেসি’ নামে সারা দেশে একটি অনলাইন প্রচার চালাচ্ছে।