কৃষক আন্দোলনের জন্য বিদেশ থেকে আসছে অর্থ, অভিযোগ বিজেপি সাংসদের

0
321

নয়াদিল্লি: কেন্দ্রের প্রণীত তিন কৃষি আইন নিয়ে এখনও কৃষক আন্দোলন অব্যহত হয়েছে। কেন্দ্র সরকার বা কৃষক নেতারা কেউই তাঁদের জায়গা থেকে সরে আসতে রাজি নয়। এই নিয়েই দিনে দিনে সমস্যা বাড়ছে। সময় যত যাচ্ছে ততই আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই দাবি নিয়ে বহু বিজেপি নেতাদের আক্রমণ করতে দেখা গিয়েছে। এবার উত্তরপ্রদেশের বিজেপির এক সাংসদ কৃষক নেতা রাকেশ টিকায়তকে “ডাকাত” বলে অভিহিত করেছেন।

কৃষি আইন প্রণয়নের শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের কৃষকদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রাকেশ টিকায়ত। এই আন্দোলনের জন্য বিদেশ থেকে কৃষকরা অর্থ পাচ্ছেন বলেই দাবি করেছেন বাহরাইকের বিজেপি সাংসদ অক্ষয়বর লাল গন্ড। কৃষকরা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভ করছে। কৃষকদের আশঙ্কা করছে যে এই বিল প্রণয়ন হলে ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে তাদের বড় কর্পোরেশনের অধীনে থাকতে হবে। এই দাবিই তাঁরা মানতে নারাজ।

- Advertisement -

আরও পড়ুন- ত্রিপুরায় পুলিশি জেরার মাঝেই বমি, গুরুতর অসুস্থ কুণাল ঘোষ

যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সাড়ে চার বছর পূর্তি উপলক্ষে বাহরাইচে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ বলেছেন, ” রাকেশ টিকায়েত একজন ডাকাত। কৃষকদের দ্বারা কোন আন্দোলন নেই। বিক্ষোভকারীরা কৃষক নয়, তারা রাজনৈতিক দলের লোক যারা শিখিস্তান এবং পাকিস্তান দ্বারা অনুপ্রাণিত।” বিজেপি সাংসদ অক্ষয়বর লাল গন্ডের দাবি “কানাডা সহ বিদেশ থেকে টাকা আসছে। এই টাকা সন্ত্রাসে অর্থায়নের জন্য আসছে। এজেন্সিগুলি এটি খতিয়ে দেখছে।”

কৃষকদের দাবি মানতে নারজ কেন্দ্র সরকার। অন্যদিকে কৃষক মহলের দাবি কেন্দ্র সরকার তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজেপি নেতা আন্দোলন প্রসঙ্গে বলেছেন, “যদি প্রকৃত কৃষকরা প্রতিবাদ করত, তাহলে খাদ্য সামগ্রীর ঘাটতি হতো। সবজি, দুধ, খাদ্যশস্য এবং ফল বাজারে পৌঁছাতে পারত না।”