আসাদুদ্দিনের গড়ে থাবা বসাল বিজেপি

0
446

হায়দরাবাদ: নিজামের শহরে বিজেপির ভোট ছিল না বললেই চলে। খুব ভালো অবস্থায় নেই কংগ্রেস। ওই এলাকায় একচ্ছত্র আধিপত্য রয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির। এআইএমআইএম বা মিম দলের প্রধান আসাদুদ্দিনকে বড় ধাক্কা দিল কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন- আবার লকডাউন? সিদ্ধান্ত হতে পারে আজ মোদীর সর্বদলীয় বৈঠকে

- Advertisement -

চলতি সপ্তাহের মঙ্গলবার হায়দরাবাদের পুরসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ১৫০ আসনে বৃহৎ হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে শুক্রবার সকালে। আর সেখানেই দেখা গিয়েছে বিশেষ চমক। অন্যান্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি।

ভোট গণনার শুরুতে দেখা গিয়েছে প্রায় ৬০ শতাংস আসনে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা। গণনা হওয়া ১৩৯ টি আসনের মধ্যে ৮৭ আসনে এগিয়ে রয়েছে পদ্ম শিবিরের প্রার্থীরা। ওই রাজ্যের শাসকদল তেকেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এগিয়ে রয়েছে ৩৩ টি আসনে। কংগ্রেস প্রার্থীরা এগিয়ে এগিয়েছে মাত্র দুইটি আসনে। অন্যদিকে আসাদুদ্দিনের মিম প্রার্থীরা এগিয়ে রয়েছে ১৭টি আসনে।

আরও পড়ুন- নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হাবড়ার ২৪ বছরের যুবক

ভোট গণনার শুরুতে সাধারণত পোস্টাল ব্যালট গোনা হয়ে থাকে। সেই অনুযায়ীই ওই তথ্য পাওয়া গিয়েছে। পরবর্তী পর্যায়ের গণনায় ছবি বদলে যেতেই পারে। যেমনটা দেখা গিয়েছিল বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। যদিও দিনের শুরুতে হাসি ফুটেছে বিজেপি নেতৃত্বের।