মমতার জমানায় বাংলা এগিয়েছে, পরোক্ষে এটাই কি বললেন অগ্নিমিত্রা

0
36

কলকাতা ও ত্রিপুরা: আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন৷ স্বভাবতই, প্রচার পাল্টা প্রচারকে কেন্দ্র করে ফুটছে আগরতলার রাজনৈতিক পারদ৷ এমন আবহে দলের প্রচারে গিয়ে বামেদের প্রসঙ্গ টেনে পরোক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যের উন্নয়নের কথা স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের আসানসোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পল৷ যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ অগ্নিমিত্রার সংশ্লিষ্ট বয়ানকে হাতিয়ার করে আগামী দিনে বাংলায় প্রচার চালানো যায় কি না, তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে এরাজ্যের শাসক তৃণমূল৷

ঘটনার সূত্রপাত, শুক্রবার আগরতলা ১৪ বাধারঘাট বিজেপি মন্ডলের উদ্যোগে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক সুবিশাল বাইক র‌্যালী অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পল এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার৷ সেখানেই অগ্নিমিত্রা বলেন, ‘‘ত্রিপুরায় ২৫ বছর এবং পশ্চিমবঙ্গে ৩৪ বছর সিপিআইএম সরকারের আমলে মানুষ শুধু সন্ত্রাস দেখেছে, উন্নয়ন কিছুই দেখেনি৷ ফলে বাংলার মতো ত্রিপুরাও দু’শো বছর পিছিয়ে গিয়েছে৷ তাই ত্রিপুরার উন্নয়নের স্বার্থে আরও বেশি আসনে মানুষ বিজেপির সরকার গঠন করবে৷’’

- Advertisement -

বাম জমানার অবসানের পর বাংলায় এক যুগ অতিক্রা্ন্ত৷ মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ সেই প্রসঙ্গে অগ্নিমিত্রার কোনও মন্তব্য না করার বিষয়টিকে হাইলাইটস করে তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলা সম্পর্কে মিথ্যে কথা বললে ভুল বার্তা যাবে, সেটা মাথায় রেখেই তৃণমূলের প্রসঙ্গে নীরব থেকেছেন অগ্নিমিত্রা৷ ‘নীরবতা সম্মতির লক্ষ্মণ’ যুক্তিতে শাসকদলের দাবি, দিদির আমলে বাংলার উন্নয়নে যে গতি এসেছে, পরোক্ষে সেটা মেনে নিয়েছেন অগ্নিমিত্রা৷ তা না হলে তো সমালোচনা করতেন৷ যদিও গেরুয়া শিবিরের দাবি, ত্রিপুরায় তৃণমূলের কোনও শক্তি নেই৷ তাই শক্তিহীন দলকে অযথা গুরুত্ব দিয়ে তাদের সুবিধে পাইয়ে দিতে চান না অগ্নিমিত্রা৷ তাই নাম নেননি তৃণমূলের৷

আরও পড়ুন: ঢাকঢোল পিটিয়ে প্রেমের ‘তত্ত্ব বিনিময়, অন্য বসন্তের সাক্ষী বর্ধমান বিশ্ববিদ্যালয়