বাবরি মসজিদ নির্মাণ করা হবে না অযোধ্যায়

0
5474

লখনউ: রাম মন্দির নির্মাণের ভূমি পুজো হয়ে গিয়েছে অযোধ্যায়। এবার ওই জেলাতেই নির্মাণ করা হবে মসজিদের। মসজিদের জন্যেও খুব শীঘ্রই বিখ্যাত হতে চলেছে অযোধ্যা। বিশেষ চমক রয়েছে ওই মসজিদের ক্ষেত্রেও। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অযোধ্যায় নির্মাণ করা হবে না বাবরি মসজিদ। মসজিদের গঠনেও থাকবে পার্থক্য।

আরও পড়ুন- ইসরায়েলের জাতীয় সঙ্গীত মুসলিমদের জন্য হারাম, দাবি ধর্মগুরুর

- Advertisement -

মসজিদের পাশাপাশি একটি মিউজিয়াম নির্মাণ করা হবে অযোধ্যায়। সেই মসজিদ এবং মিউজিয়াম গড়ার জন্য আর্থিক অনুদান চাওয়া হয়েছে। সেই কাজ সম্পন্ন হলেই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। এমনই জানিয়েছেন অযোধ্যায় মসজিদ নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক এবং মুখাপাত্র আতাহার হুসেন।

তিনিই জানিয়েছেন যে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করা হবে না। বাবরির সমতুল এলাকা জুড়ে একটি সুবিশাল মসজিদ নির্মাণ করা হবে। তবে সেই মসজিদের নাম বাবরি হবে না। অন্য কোনও রাজার নামেও রাখা হবে না ওই মসজিদের নাম। যদিও এটি আতাহার হুসেনের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা।

আরও পড়ুন- অনুব্রতকে হুমকি দেওয়া তৃণমূল নেতাকে বিজেপিতে স্বাগত জানালেন অনুপম

অন্যদিকে মসজিদের গঠন নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আতাহার হুসেন। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক জানিয়েছেন যে সাধারণৎ ভারতে বা বিশ্বের অন্যত্র বড় গম্বুজওয়ালা মসজিদ দেখতে পাওয়া যায়। অযোধ্যায় যে নয়া মসজিদ নির্মাণ হতে চলেছে তার গঠন হবে সম্পূর্ণ ভিন্ন। ভারতের মাটিতে নির্মাণ করা হবে এক নয়া আকারের মসজিদ। যার গঠন হবে মক্কা-মদিনার কাবা ঘরের মতো।

যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মসজিদের নাম এবং গঠন নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা করেছেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক আতাহার হুসেন। এই মুহূর্তে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল কোটিপতি হল কী করে, প্রশ্ন তৃণমূল নেতার