সম্পূর্ণ টিকা নিয়েও একসঙ্গে আলফা ও ডেল্টা স্ট্রেনে আক্রান্ত চিকিৎসক

0
69
চতুর্থ ঢেউ

গুয়াহাটি: করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে দেশে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টই এখন চিন্তার কারণ। ভারতে জোর কদমে চলছে টিকাকরণ। তবুও বেশ কিছুজন টিকা নেওয়ার পর আক্রান্ত হচ্ছেন অনেকেই। এবার অসমের এক মহিলা চিকিৎসক যিনি করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তিনি একই সঙ্গে আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন। এটাই নতুন করে বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে।

ডিব্রুগড়ের আঞ্চলিক মেডিকেল রিসার্চ সেন্টারের প্রবীণ বিজ্ঞানী ডঃ বিজে বোর্কাকোটি বলেছেন, “উদ্বেগের দুটি ভিন্ন ধরণের-আলফা এবং ডেল্টা দ্বারা আমরা করোনার দুটি সংক্রমণ সনাক্ত করেছি। একজন মহিলা চিকিৎসাকে উভয় ভেরিয়েন্টে এক সঙ্গে সংক্রামিত হতে দেখা গিয়েছে।” আলফা ও ডেল্টা দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও ওই মহিলা চিকিৎসক ভালো আছেন বলেই জানানো হয়েছে। ডঃ বিজে বোর্কাকোটি আরও জানিয়েছেন এটি ভাইরাসের অন্য কোনও মনো-সংক্রমণের মতো হবে।

- Advertisement -

আরও পড়ুন- বিশ্বে ছড়াচ্ছে ডেল্টার ভয়াবহতা, ঊর্ধ্বমুখী সংক্রমণ-মৃত্যু

প্রবীণ বিজ্ঞানী জানিয়েছেন, “একসঙ্গে দুই ভ্যারিয়েন্টের দ্বারা সংক্রামিত হওয়ার ফলে এটি মারাত্মক রোগের কারণ হতে পারে এমন আশঙ্কা করার কিছু নেই, এটি তেমন কিছু নয়। আমরা এক মাস কেস অনুসরণ করেছি এবং তিনি ঠিক আছেন। তাঁকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছিল।” তিনি বলেছেন, ওই মহিলা চিকিৎসকের হালকা গলা-শরীরে ব্যথা এবং অনিদ্রার মত করোনার উপসর্গ ছিল। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়েই সুস্থ হয়ে উঠেছেন।

এটাই প্রথম নয় ভারতের আগে যুক্তরাজ্য, ব্রাজিল এবং পর্তুগালে এরকম কয়েকটি নজির পাওয়া গিয়েছে। তবে ভারত থেকে এখন পর্যন্ত এরকম কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাঃ বোর্কাকোটি। এর আগে, বেলজিয়ামের এক ৯০ বছর বয়সী মহিলাকে আলফা এবং বিটা দুটি ভ্যারিয়েন্টে একসাথে সংক্রামিত হয়েছিল বলে জানা গিয়েছিল। তিনি দুটি টিকা পাননি এবং ২০২১ সালের মার্চ মাসে মারা যান।