বিয়ের পিঁড়িতে মেয়ে , সেই সময়ে আগুনে পুড়ে মৃত মা-দাদু-ঠাকুমা সহ পরিবারে ৫ সদস্য

0
446

রাঁচি: একদিকে মেয়ে বিয়ে করছে অন্য দিকে মা সহ বাড়ির কয়েকজনের মর্মান্তিক পরিণতি  হল। নতুন জীবন শুরু করার মত আনন্দের সময়ে অজান্তেই মা সহ পরিবারের চার সদস্যকে হারালেন বিয়ের কনে।

ঝাড়খণ্ডের ধানবাদে মর্মান্তিক ঘটনা ঘটেছে।  স্বাতী নামের মহিলা যখন বিয়ের পিঁড়িতে বসেছেন তখনই তাঁদের বহুতল ফ্ল্যাটে আগুন লাগে। সেই সময়ে ফ্ল্যাটে উপস্থিত ছিলেন, তার বাবা সুবোধ লাল, তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নববধূ জোড়াফাটকের আশির্বাদ টাওয়ারের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে তার পরিবারের সাথে থাকতেন। স্বাতী বাড়ি থেকে বিয়ে যেখানে হবে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিদ্ধি বিনায়ক রিসোর্ট তাঁদের বিয়ের আসর বসেছিলেন। বিকেল ৪টার দিকে কনে বাড়ি থেকে বেরিয়েছি।   সেই সময়ে তার বাবা সুবোধ লাল, তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এখনও ফ্ল্যাটেই ছিলেন, বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সন্ধ্যা ৬.১৫ নাগাদ  দ্বিতীয় তলায় আগুন লাগে।

- Advertisement -

তার বাবা আগুন থেকে বাঁচতে পারলেও, স্বাতীর মা এবং তাঁর দাদু-ঠাকুমা এবং দুই আত্মীয় আগুনের হাত থেকে রেখাই পায়নি। এমনটাই জানিয়েছেন পরিবারে এক সদস্য। তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠান শুরু হলে স্বাতী বারে বারে মা ও পরিবারে বাকিদের কথা জানতে চায়।  কনের বাবার বন্ধু মনোজ কুমার সাহু বলেছেন, “তাকে তাৎক্ষণিকভাবে  দুর্ঘটনার কথা বলা হয়নি। পরে তার বাবাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি হতবাক হয়ে পড়ায় তিনি আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পরিবারের অন্য কিছু সদস্য অনুষ্ঠানটি সম্পন্ন করেন।” শুধু “শুধু ‘সিন্দুর দান’ করে বিয়ে সম্পন্ন করা হয়। দুর্ঘটনার কথা পরে শুনে ভেঙে পরে স্বাতী।