বিজেপিকে ধাক্কা দিতে গুজরাতের নির্বাচনে সবক’টি আসনেই লড়বে কেজরিওয়ালের দল

0
55

নয়াদিল্লি: গুজরাতের স্থানীয় নির্বাচনে সবক’টি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। সেই মতন ৫০৪ জনের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে কেজরিওয়ালের দল।

এএপি আত্মবিশ্বাসী যে ভারতীয় জনতা পার্টির অলটারনেটিভ হিসেবে শক্তিশালী দল হিসেবে সামনে আসবে কেজরিওয়ালের দল।

- Advertisement -

দিল্লির এএপি বিধায়ক এবং দলের মুখপাত্র আতিসি প্রথম তালিকা প্রকাশ করেছেন। রাজ্যে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, জেলা এবং তালুক পঞ্চায়েত এইসব ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।

প্রথমবারের জন্য গুজরাতের সব স্থানিয় নির্বাচনে সব আসনে প্রার্থী দিচ্ছে আম আদমি পার্টি। এরইসঙ্গে গুজরাতে ইলেকটোরাল রাজনীতিতে প্রবেশ করবে আম আদমি পার্টি বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে সর্বসম্মতভাবে গুজরাতে শক্তি বাড়াবে বলেও আশাবাদী দল।

আতিসি আরও জানান, শুধুমাত্র স্থানীয় নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন থেকে অন্যান্য নির্বাচনেও লড়বে এএপি। গুজরাতের মানুষ বদল চাইছেন। বিজেপির জায়গায় অন্য কাউকে চাইছেন।

গুজরাতে রাজনীতিতে নামার মূলরসদ সেখানকার মানুষ। রাজ্যের মানুষকে লোভ দেখিয়েছে তাঁদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে বিজেপি।

আতিসি জানান, “দেশে যদি কোন নেতা থাকেন যিনি বিজেপিকে ভয় পায় না তা হল অরবিন্দ কেজরিওয়াল। কেউ যদি লোভের কথা না বলে সে একমাত্র এএপি। আমরা কেজরিওয়ালের সৈন্য আমরা সত্যের লড়াই চালিয়ে যাব”।

রাজ্যে সাধারণ মানুষের অভাব-অভিযোগ থেকে থাকলে বা কোনও প্রার্থীকে নিয়ে অভিযোগ থাকলে তা একটি নির্দিষ্ট ইমেল আইডিতে খোলা হয়েছে সেখানে জমা করতে বলা হয়েছে।

কোরাপশন, ক্রিমিন্যালিটি ও ক্যারেকটার এই তিনটি কোনও প্রার্থীর মধ্যে থাকে আম আদমি পার্টি তাঁকে বদল করে দেবে। সেই আসন খালি রাখা হলেও কোনও দুর্নীতিগ্রস্তকে নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হবে না বলেও জানান আম আদমি পার্টির মুখপাত্র।