সীমান্ত উত্তেজনার মধ্যেই চিনের অভিযোগ নস্যাৎ করল ভারত

0
1487

নয়াদিল্লি: সোমবার রাতের সীমান্ত বিবাদ নিয়ে মুখ খুলল ভারত। লাল ফৌজের তরফে প্রথম আক্রমণ হয়েছিল, তার জবাবে পাল্টা গুলি বর্ষণ করেন ভারতীয় সেনারা। বিজ্ঞপ্তি প্ৰকাশ করে জানানো হয় ভারতের পক্ষ থেকে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি অত্যন্ত চাপজনক। এলএসি-এর ওপর উত্তেজনা হ্রাস করতে ভারত বদ্ধপরিকর। চিনের আগ্রাসনের জন্য উস্কানিমূলক কার্যক্রম ঘটছে।

- Advertisement -

বেইজিংয়ের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী বলেছে যে কোনও পর্যায়েই ভারতীয় সেনা এলএসি পেরিয়ে যায়নি এবং গুলি চালানো সহ কোনও আগ্রাসন ব্যবহার করেনি। চিনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সামরিক এবং কূটনীতিক আলোচনার মধ্যে চুক্তির লঙ্ঘন করছে এবং আক্রমণাত্মক কৌশল চালাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘২০২০ সালের ৭ সেপ্টেম্বর পিএলএর সৈন্যরা আমাদের এক সামনের অগ্রবর্তী অবস্থান দখলের চেষ্টা করেছিল, যখন আমাদের সৈন্যরা চিনা সেনাদের মুখোমুখি হয়, তখন তারা (পিএলএ) কয়েক দফা আকাশে গুলি চালায়। সৈন্যদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, তবে, গুরুতর উস্কানির পরেও, আমাদের সৈন্যরা প্রচণ্ড সংযম দেখিয়েছিল এবং পরিপক্কতার পরিচয় দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করেছিল।”

ভারতীয় সেনাবাহিনী বলেছে, “আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যদিও আমরা জাতীয় মূল্যের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চিনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের বক্তব্যটি তাদের দেশীয় এবং আন্তর্জাতিক শ্রোতাদের বিভ্রান্ত করার প্রয়াস।”

প্রসঙ্গত, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো লেকের দক্ষিণ কূলে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। শুধু তাই নয়, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে বলে দাবি তাদের। চিন বলেছিল যে ভারতীয় সেনাবাহিনীকে অবিলম্বে এলএসি থেকে সেনা প্রত্যাহার করা উচিৎ।