PFI-ব্যানের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত

0
72
PFI

নয়াদিল্লি: পি এফ আই (PFI)  ব্যানের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত। শুধু তাই নয়, মৌলবাদী দলগুলির বিরুদ্ধে তীব্র নিশানা হানেন মুসলিম জামাতের প্রমুখ মৌলানা সাহাবুদ্দিন রাজভি বারেলভি। তিনি বলনে, “ইসলামিক মৌলবাদী দলগুলো দেশের একাধিক রাজ্যে ধর্মীয় দাঙ্গা বাঁধাতে প্ররোচনা দেয়। সেই কারণে আমি সকল শিয়া, সুন্নি এবং বারেল্ভি মুসলিমদের অনুরোধ করছি, এইসব সংগঠনের সঙ্গে কোনও যোগাযোগ রাখবেন না”। পাশাপাশি, এই সকল ধর্মীয় উগ্রবাদী দলগুলিকে সত্ত্বর ব্যান করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় পি এফ আই-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। কেরল, কর্ণাটক সহ একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই প্রায় ১০০-রও বেশি কর্মী সমর্থকদের আটক করেছে ইডি। সন্ত্রাসবাদ এবং নাশকতার সঙ্গে জড়িত থাকা এবং ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে উগ্র মৌলবাদী এই সংগঠনের কর্মী-সমর্থকদের আটক করছে ইডি। এই আবহেই সম্প্রতি মুসলিম সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহন ভাগবত। রাজধানীর একটি মসজিদে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রমুখের সঙ্গে বন্ধ দরজার পেছনে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন আরএসএস প্রধান। এই বৈঠকের পরেই মুসলিম সংগঠনের নেতাদের গলায় শোনা যাচ্ছে অন্য সুর।

- Advertisement -

আরও পড়ুন- ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে কটা আসন জিতবে বিজেপি, লক্ষ্য নির্ধারণ করল শীর্ষ নেতৃত্ব

একদিকে যখন মোহন ভাগবতকে “জাতীর জনক” বলে উল্লেখ করেন ইমাম অর্গানাইজেশনের প্রমুখ উমের আহমেদ। অন্যদিকে, শুক্রবার মুসলিম যুবকদের পি এফ আই-ধরপাকড়ের বিষয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছিল অল ইন্ডিয়া সুফি কাউন্সিল। এবার উগ্রবাদী দল পি এফ আইকে (PFI) ব্যান করার ডাক দিল বারেল্ভি মুসলিম গোষ্ঠী। বলা বাহুল্য, এদিন দেশজুড়ে পি এফ আইয়ের বিরুদ্ধে ইডীর তল্লাশি, গ্রেফতারিকে সমর্থন জানিয়ে কেন্দ্রকে বাহবা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাত-প্রমুখ।