“পেট খালি থাকলে সস্তা ইন্টারনেট কী করবে” মোদীর উদ্দেশ্যে প্রশ্ন অখিলেশের 

0
36
Akhilesh Yadav

লখনউ : সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সস্তা ইন্টারনেট নিয়ে তাঁর মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন যে শুধুমাত্র ডেটাই মানুষের প্রয়োজনে যথেষ্ট নয়। সম্প্রতি একাধিক ইস্যুতে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতার আক্রমণের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন : তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ নিয়ে বিস্ফোরক মন্তব্য মীনাক্ষীর 

- Advertisement -

“পেট খালি থাকলে সস্তা ইন্টারনেট কী করবে? একজনেরও সস্তা পেট্রোল, ডিজেল, গ্যাস, ডাল, চাল, তেল, ঘি এবং আটা দরকার কারণ শুধুমাত্র ইন্টারনেট দিয়ে পেট ভরে না” অখিলেশ যাদব তাঁর সময় দেশে সস্তা এবং দ্রুত ইন্টারনেট সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের সমালোচনা করে তাঁর টুইটে বলেছিলেন। সোমবার বার্লিনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ। “ধনীকে সাধুবাদ জানান এবং গরীবদের আপনার সেবা করা, দুটি ভিন্ন জিনিস,” অখিলেশ যাদব বলেন।

আরও পড়ুন : সিপিএম নামছে ফুটবল মাঠে, অপেক্ষায় রামলীলা ময়দান 

তিনি তাঁর টুইটার পোস্টে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের ৪২-সেকেন্ডের একটি ক্লিপও সংযুক্ত করেছেন। “ভারতে যে ধরনের ইন্টারনেটের গতি আছে… এবং এটি কতটা সস্তা, তা বেশিরভাগ দেশের কাছেই কল্পনাতীত,” প্রধানমন্ত্রী মোদী সেখানে উপস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে উচ্চস্বরে করতালিতে ভিডিওতে বলেছিলেন। তিন দেশের সফরে ইউরোপে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি মঙ্গলবার ডেনমার্কে ছিলেন এবং ফিরে আসার আগে ফ্রান্সে যাবেন।