তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ নিয়ে বিস্ফোরক মন্তব্য মীনাক্ষীর 

0
116
Minakshi Mukherjee
File Photo

কলকাতা : ফের একাধিক ইস্যুতে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সরব হলেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুর এইট বি মোড়ে শহীদ মৃত্যুঞ্জয় সেনের স্মরণে হওয়া এক সমাবেশে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই সমাবেশে অন্যান্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ। 

আরও পড়ুন : সিপিএম নামছে ফুটবল মাঠে, অপেক্ষায় রামলীলা ময়দান 

- Advertisement -

মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হল তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে। হাটে বাজারে গরু-ছাগল, আলু, পটলের মতো বিক্রি হচ্ছে জনপ্রতিনিধিরা, এটা আমাদের বাংলায় বেমানান, কিন্তু তৃণমূল বাংলায় এই সংস্কৃতির আমদানি করেছে। এখন তৃণমূল-বিজেপির মধ্যে শুধু যাওয়া আসা চলছে”।

আরও পড়ুন : “অবাক হওয়ার কি আছে” রাজ ঠাকরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মন্তব্য সঞ্জয় রাউতের 

তিনি আরও বলেন, “যে বাবুল সুপ্রিয় দাঙ্গার প্রধান মুখ, সেই দলবদল করে হয়ে গেল তৃণমূলের নেতা। এর থেকেই বোঝা যায় তৃণমূলের স্বরূপ। তৃণমূল-বিজেপি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ঢেউ তুলে আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। যারা আজ হনুমান চালিসা পড়তে বলছেন, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশুনা করছে”। এদিন হাঁসখালি, বগটুই সহ একাধিক ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন সিপিএমের যুব নেত্রী।