এয়ারফোর্স ট্রেনির মৃত্যু, ৬ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

0
29
AirForce

নয়াদিল্লি: ২৭ বছরের বিমানবাহিনীর (AirForce) এক ট্রেনির মৃত্যুর ঘটনায় ৬ জন আধিকারিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। ঘটনা, ব্যাঙ্গালোরের এয়ারফোর্স টেকনিক্যাল কলেজের। পুলিশসূত্রে খবর, মৃত ওই ট্রেনির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরেই আত্মঘাতি হয় অঙ্কিত কুমার ঝা নামক ওই যুবক। নিজের সুইসাইড নোটে এয়ার কমোডোর, উইং কম্যান্ডার এবং গ্রুপ ক্যাপ্টেনের নাম উল্লেখ করে গেছেন তিনি।

মৃত ট্রেনির পরিবারের লোকজন জানিয়েছেন কলেজে তাঁর ওপর মানসিক অত্যাচার করা হত। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওার পর কাজ থেকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল তাঁকে। এই মানসিক অবসাদের ফলেই তিনি আত্মঘাতি হয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর ৬ জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অঙ্কিতের দাদা।

- Advertisement -

আরও পড়ুন- দেখা হল না ইউনেস্কোর স্বীকৃত দুর্গাপুজো, প্রয়াত কলকাতার কাউন্সিলর

তদন্তকারী দলের পুলিশ আধিকারিক বিনায়ক পাতিল জানিয়েছেন, “আমরা বর্তমানে তথ্যপ্রমাণ জোগাড় করছি। অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক প্রমাণ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।” জানা গিয়েছে, অঙ্কিতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তাঁকে ট্রেনিং থেকে বরখাস্ত করা হয়। এরপর কলেজের হোস্টেলে নিজের ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেন তিনি। হবু বিমানবাহিনীর (AirForce) সদস্যের আত্মহত্যার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি, কলেজের দিকেও উঠেছে প্রশ্নের আঙুল।