শুভেন্দুর পর দিল্লি গেলেন তিন বিজেপি সাংসদ, অন্ধকারে রাজ্য বিজেপি

0
126

খাস খবর ডেস্ক: দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পেয়ে রবিবার দিল্লি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বুধবার দিল্লি গেলেন বাংলার তিন বিজেপি সাংসদ। তাঁরা হলেন অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। কিন্তু তাঁদের দিল্লি যাওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে ধন্দ তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্য বিজেপির নেতারা তিন সাংসদের দিল্লি যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। সৌমিত্র খাঁ অবশ্য দিল্লি যাওয়ার কারণ নিয়ে তেমন কিছু বলেননি। বিমানবন্দর থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।

দিল্লি যাত্রা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, সাংসদদের অনেকরকম কাজ থাকে। রাজনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের আর্শীবাদ দরকার হয়। শুভেন্দুদা আগেই এসেছেন। আমি আর অর্জুনদা যাচ্ছি। নিশীথ প্রামানিকও আসছেন। প্রসঙ্গত রবিবার রাতে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নড্ডার সঙ্গে একান্তে বৈঠক করেছেন তিনি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা তাঁর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছেও গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

- Advertisement -

এদিকে তিন বিজেপি সাংসদের দিল্লি যাওয়া নিয়ে দলের অন্দরে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন শুভেন্দুর ডাকেই তিন সাংসদ আচমকা দিল্লি গিয়েছেন। আবার অনেকের মতে, দলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন তাঁরা। যদিও জল্পনা উড়িয়ে রাজ্য বিজেপির এক নেতা বলেন, ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা সাংসদদের। সেকারণেও তাঁরা দিল্লি যেতে পারেন।