করোনা জয় করেও নিভৃতাবাসে অধীর

0
74

খাস খবর ডেস্ক: করোনা জয় করে ফেলেছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরেও বাড়িতে কোয়ারেন্টাইনেই থাকছেন তিনি। কারণ এখনও তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

- Advertisement -

গত সপ্তাহে করোনা আক্রান্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ ষষ্ঠ দফার ভোটের আগের দিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি নিভৃতাবাসে চলে যান তিনি। প্রচার অভিযানে যাতে কোনও প্রভাব না পড়ে তাই নিভৃতাবাস থেকেই বাকি দু’দফা ভোটের প্রচার চালাবেন বলে জানান তিনি তিনি৷ টুইট করেই সেই কথা জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ একই সঙ্গে গত সাত দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন- করোনা রোগীর মৃত্যুতে চিকিৎসক-নার্সের উপর হামলার অভিযোগ পরিবারের সদস্যদের

সেই সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ‘দাদা’ সম্বোধন করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী৷ তিনি লেখেন, ‘আপনি তড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি অধীরদা৷’’ সাম্প্রতিক অতীতে অধীরের বিজেপি যোগ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল৷ এমনকি প্রকাশ্যে অধীর চৌধুরীর প্রশংসা করে তাঁকে বিজেপিতে যোগদানের আহ্বানও জানিয়েছিলেন বিজেপির এরাজ্যের সভাপতি দিলীপ ঘোষ৷ স্বভাবতই, এদিন স্বয়ং মোদী তাঁকে ‘দাদা’ সম্বোধন করে টুইট করায় নতুন করে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে ওই জল্পনা৷

যদিও তেমন কোনও সম্ভাবনা এখনও কিছু দেখা যায়নি। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই হয় না। সেই কারণে ভবিষ্যতে তেমন কিছু ঘটবে কিনা সেই বিষয়ে কিছু বলাও যায় না। আপাতত করোনাকে জয় করে উঠেছে অধীর চৌধুরী। সংযুক্ত মোর্চার নেতা হয়েই এখন নির্বাচনের কাজ করবেন তিনি।

আরও পড়ুন- হনুমান জয়ন্তীতে হিন্দিতে শুভেচ্ছা মমতার, বাংলায় দিলিপের; চুপ বাংলাপক্ষ

অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে অনেকটাই সাফল্যের দিকে এগোচ্ছে ভারত। সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে অনেকটা। সেই সঙ্গে কমে গিয়েছে মৃত্যুর হার। টিকাকরণ চলছে। অদূর ভবিষ্যতে করোনাকে জয় করা সম্ভব বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। যদিও সকল দেশবাসীকে সতর্ক থাকার জণ্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।