গুজরাট কংগ্রেসের হারের জন্য কোন দলের বড় ভূমিকা রয়েছে, বিস্ফোরক দাবি করলেন অশোক গেহলট

0
33

নয়াদিল্লি: গুজরাটে সমস্ত রেকর্ড ভেঙ্গে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। তেমনি শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। এতটাই খারাপ ফল করেছে রাজ্যে ভেঙ্গে গিয়েছে দলের মেরুদণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য কংগ্রেসের এই করুণ ফলের জন্য কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আম আদমি পার্টিকে দায়ী করে। গুজরাটে কংগ্রেসের খারাপ ফলের পিছনে আপের ঠিক কতটা প্রভাব রয়েছে আর কিভাবে সেটাও সংবাদ মাধ্যমের সামনে ব্যাখ্যা করেছেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে গেহলট বলেছেন, সম্প্রতি সমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুর্বল হওয়ার জন্য আম আদমি পার্টি একটি “বড় ভূমিকা” পালন করেছে। গুজরাটে  দলের নির্বাচনী ইনচার্জ বলেছেন, AAP “যেখানে যায় সেখানেই মিথ্যা” বলে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেছেন, AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল “অনেক ক্ষতি করেছেন”। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে ঝড়ো প্রচারকেও বিজেপির জয়ের কারণ হিসাবে উল্লেখ করেছেন। বলেছেন, “প্রধানমন্ত্রী তিন মাস ধরে প্রচারণা চালিয়েছেন, বেশ কয়েকটি সমাবেশ করেছেন। এটিও একটি কারণ ছিল।” তবে গেহলট এটা স্বীকার করেছেন যে, কংগ্রেসের নির্বাচনী প্রচারে অভাব ছিল।  তবে আপের বিরুদ্ধেই বেশি করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। AAP ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত আসনে  হারার পরেও এবারে গুজরাটে জিততে সমস্ত শক্তি প্রয়োগ করেছিল । এমনকি এটাও দাবি করেছিল তাঁরা বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এবং রাজ্যে সরকার গঠন করবে।

- Advertisement -

আরও পড়ুন- রাহুল-প্রিয়াঙ্কার-খাড়গের উপস্থিতিতে হিমাচলের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন Sukhvinder Singh Sukhu

উল্লেখ্য, ১৮২ টি আসনের মধ্যে ১৫৬টি জিতেছে, যা গুজরাটের নির্বাচনী ইতিহাসে যেকোনো রাজনৈতিক দলের জন্য সেরা আসন সংখ্যা। ১৯৯৫ সালের নির্বাচনে কংগ্রেসের ১৪৯টি আসন জেতার ৩৭  বছরের পুরনো রেকর্ডকে বিজেপি ভেঙে দিয়েছে।  এখন পর্যন্ত ২০০২ সালের নির্বাচনে বিজেপির  জেতা আসন সংখ্যা ছিল ১২৭। কংগ্রেস, মাত্র  ১৭টি আসন পেয়ছে যেখানে ২০১৭ সালে ৭৭টি আসন পেয়েছিল। এটি গুজরাটে কংগ্রেসের সর্বনিম্ন আসন সংখ্যা।  এর আগের সর্বনিম্ন  ১৯৯০ সালের নির্বাচনে ৩৩টি আসন  পেয়েছিল।