আজ তেজস্বীর ভাগ্য নির্ধারণ, ৯৪টি আসনে ভোট গ্রহণ শুরু বিহারে

0
470

পাটনা: বিহারে আজ দ্বিতীয় দফার ভোট৷ রাজ্যের ৯৪টি আসনে চলছে ভোট গ্রহণ৷ সকাল থেকে বুথের সামনে সামাজির দুরত্ব মেনে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা৷ দ্বিতীয় দফার ভোট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ভোটারদের বড় সংখ্যায় গণতন্ত্রের উৎসবে শামিল হতে অনুরোধ করেন৷ টুইটে মোদী লেখেন, ‘‘বিহারে দ্বিতীয় দফার নির্বাচন আজ৷ সব ভোটারের কাছে আমার অনুরোধ আপনারা বড় সংখ্যায় ভোট দিন৷ গণতন্ত্রের এই উৎসবকে সফল করুন৷ তবে মেনে চলুন সামাজিক দুরত্ববিধি৷ অবশ্যই মাস্ক পরুন৷’’

https://twitter.com/narendramodi/status/1323435495221727233

- Advertisement -

দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে পাটনা, ভাগলপুর, নালন্দা, চম্পারণ, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজফফরপুর, হানসাপুর, রঘোপুর, গোপালগঞ্জ, সমস্তিপুর, বেগুসরাইয়ের মতো বিধানসভা কেন্দ্রগুলিতে৷ লক্ষ্যণীয় এই দফায় প্রায় প্রতিটি আসনই লালু প্রসাদের আরজেডির পোক্ত জমি৷ ফলে লড়াই দ্বিতীয় দফাতেই হবে হাড্ডাহাড্ডি৷

এই ৯৪টি আসনে মোট ১ হাজার ৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ যাঁদের মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদব৷ তেজস্বী লড়ছেন আরজেডি দূর্গ রঘোপুর থেকে৷ আর তেজস্বীর দাদা তেজ প্রতাপ লড়ছেন হানসাপুর কেন্দ্র থেকে৷ এবারের ভোটে বাঁকিপুর কেন্দ্রে লভ সিনহাকে দাঁড় করিয়ে চমক দিয়েছে কংগ্রেস৷ লভ সিনহা হল বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার ছেলে৷

২৪৩ আসনের বিহার বিধানসভায় দ্বিতীয় দফার ভোটে ৯৪টি আসনের মধ্যে ৫৬টিতে লড়ছে লালুপ্রসাদের আরজেডি৷ কংগ্রেস ২৪টিতে এবং বাকি আসনে লড়ছে বামেরা৷ অন্যদিকে ৪৬টি আসনে বিজেপি লড়াই করছে৷ ৪৩টি আসনে লড়ছে জেডিইউ৷ বাকি ৫ আসনে লড়ছে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি৷