মহারাষ্ট্রে গ্রেফতার ২৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

0
172

মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিতর্ক চলছে সমগ্র দেশ জুড়ে। এরই মাঝে ভারতের অভ্যন্তরে অবৈধ উপায়ে বসবাস করার জন্য গ্রেফতার করা হল ২৩ জন বাংলাদেশি নাগরিককে। যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায়। ওই জেলার আরনালা থানার অধীনে একটি জায়গায় বহু সংখ্যক বাংলাদেশি শ্রমিক বসবাস করে। বৈধ কাগজপত্র নিয়ে ভারতে এসেই কাজর্ম করে অনেকে। সেই এলাকা থেকেই বৈধ কাগজ না নিয়ে থাকা ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

বুধবার সকালের দিকে সন্ত্রাসদমন শাখা এবং মানব পাচার রোধ ইউনিটের যৌথ অভিযানে ওই ২৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারি বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে আরনালা থানার পুলিশ। ওই এলাকায় আরও কোনও অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দিন কয়েক আগেই পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের তাড়াতে মিছিল হয় ওই রাজ্যে। মহারাষ্ট্র নব নির্মাণ সেনা দ্বারা আয়োজিত ওই মিছিলের নেতৃত্বে ছিলেন শিবসেনা প্রধান বাল ঠাকরের প্রধান রাজ ঠাকরে। মিছিলের শেষে তিনি বলেছিলেন, “মহারাষ্ট্র থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানিদের চিহ্নিত করা প্রয়োজন।”