ইতিহাসে প্রথম, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজে নিয়োগ হলেন ২ মহিলা অফিসার

0
98

নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে সংজ্ঞার বদল। ভারতের নৌবাহিনীর ইতিহাসে এহেন ঘটনা প্রথম। নৌবাহিনীর যুদ্ধজাহাজে দুই কর্মকর্তা পদে স্থান পেলেন দুই মহিলা অফিসার! নৌবাহিনীর অন্যান্য পদে মহিলার থাকলেও এই যুদ্ধ জাহাজে এই নিয়োগ পূর্বে হয়নি। নানান অসুবিধার কারণে এতদিন এই পদ থেকে বঞ্চিত ছিলেন মহিলারা। এতদিনে এই বাধা কাটিয়ে জ্বলে উঠল মহিলা বাহিনী।

সোনার কনসোলস এবং গোয়েন্দা সংস্থা, নজরদারি এবং পুনর্বিবেচনা (আইএসআর) পে-লোড সহ নৌ-বাহিনী মাল্টি-রোল হেলিকপ্টারগুলিতে সেন্সর পরিচালনা করার প্রশিক্ষণ নিচ্ছে এমন দুই তরুণ কর্মকর্তা। আশা করা যায় যে এই দুই কর্মকর্তা অবশেষে নৌবাহিনীর নতুন এমএইচ-৬০ আর হেলিকপ্টারগুলিতে উড়ে যাবেন।

- Advertisement -

বিশ্বব্যাপী তাদের সবচেয়ে উন্নত বহু-ভূমিকা হেলিকপ্টার হিসাবে বিবেচিত, এমএইচ-৬০ শত্রু জাহাজ এবং সাবমেরিন শনাক্ত করতে ডিজাইন করা হয়েছে যা ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো করবে।

অন্যদিকে রাফাল যুদ্ধবিমানেও বিমান চালানোর জন্য একজন মহিলা যোদ্ধা পাইলটকে নেওয়া হয়েছে। একই দিনে ভারতীয় নৌ সেনাতেও এই যুক্তিকরণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই দুই কর্মকর্তা সোমবার আইএনএসে আয়োজিত একটি অনুষ্ঠানে “পর্যবেক্ষক” হিসাবে স্নাতক প্রাপ্ত “উইংস” ভূষিত হওয়া চার মহিলা কর্মকর্তা এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তিন কর্মকর্তাসহ ভারতীয় নৌবাহিনীর ১৭ জন কর্মকর্তার একটি গ্রুপের অংশ নিয়েছেন।