সেনার এনকাউন্টারে কাশ্মীরে খতম ২ জন জইশ জঙ্গি

0
17
CRPF

শ্রীনগর: বিগত এক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীকে খতম করছে ভারতীয় সেনা। ফের মিলেছে সাফল্য। শুক্রবার ভোররাতে বারামুল্লায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সাথে যুক্ত দুই জঙ্গি নিহত হয়েছে বলেই কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানিয়েছেন।

বারামুল্লার ইয়েদিপোরা, পাত্তান এলাকায় এনকাউন্টার শুরু হয়েছিল। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জঙ্গি দমনের খবর নিশ্চিত করেছে। প্রথমে একজন জইশ জঙ্গির মৃত্যুর খবর জানানো হয়। তারপরেই আরও একজনের মৃত্যু হয়। কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বলেছেন, “বারামুল্লা এনকাউন্টার আপডেট: আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। উভয় স্থানীয় সন্ত্রাসী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জেএম-এর সাথে যুক্ত। অনুসন্ধান অভিযান চলছে। আরও বিশদ বিবরণ জানানো হবে।” বারামুল্লার আগে আজ শুক্রবারেই শোপিয়ান জেলার চিত্রগাম এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে আরেকটি এনকাউন্টার শুরু হয়। এনকাউন্টার সাইটে অনুসন্ধান করে দুটি একে সিরিজের রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধের দোকান উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

অন্যদিকে মঙ্গলবার, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে কুলগাম জেলার আভোতু গ্রামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে পুলিশ জানিয়েছিল। শুধু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের খতম করাই নয় সেই সঙ্গে ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করছে সুরক্ষাবাহিনী। সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দারাদের তথ্যের উপর ভিত্তি করেই চালনো হচ্ছে অভিযান। সন্দেহভাজন স্থানে সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই নিকেশ করা সন্ত্রাসবাদীদের। এই অভিযানগুলির মাধ্যমেই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙ্গে দেওয়া গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।